E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১৮:১৭:২৫
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও জঙ্গল ইউনিয়নে ৫টি গ্রামে ২১৮ টি গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি।  

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সমসপুর মসজিদ প্রাঙ্গনে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার,ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) প্রকৌশলী গোলাম আহম্মেদ প্রমুখ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আব্দুর সাত্তার খান, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।

বাবুলতলা, খাটাগ্রাম, শুকনাপাড়া, সমসপুর, ইলিশকোল গ্রামে নতুন ৪.৫০৯ কিঃমি বৈদ্যুতিক নতুন লাইন নির্মানের মাধ্যমে ২১১ জন আবাসিক গ্রাহক, ৫টি অগভীর নলকূপ এবং ২টি সিআই সংযোগ সৃষ্টি করেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি।

(ডিবি/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test