E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সর্বস্তরে বাংলা ভাষার প্রত্যয়ে কাপাসিয়া বইমেলা শেষ

২০১৭ ফেব্রুয়ারি ২৮ ১৮:২৫:২১
সর্বস্তরে বাংলা ভাষার প্রত্যয়ে কাপাসিয়া বইমেলা শেষ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : সর্বস্তরে বাংলা ভাষার প্রত্যয় ব্যক্ত করে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ সৃতি সংসদ আয়োজিত সপ্তাহব্যাপী একুশের বইমেলা আজ মঙ্গলবার শেষ হয়েছে। ২১ ফেব্রুয়ারি কাপাসিয়া সদরে খালেদ খুররম চত্বরে আয়োজিত শুরু হওয়া বই মেলা সম্পাপ্ত ঘোষণা করেন সংস্কৃতি মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

মেলা উদযাপন কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও মেলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, জেলা পরিষদ সদস্য মাহবুব উদ্দিন সেলিম, সাখাওয়াত হোসেন চেয়ারম্যান প্রমুখ।

কাপাসিয়া উপজেলা পুস্তক সমিতি ও মেলা কমিটি শতাধিক স্টল মেলায় বরাদ্ধ দিয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকে। প্রতিদিন কাপাসিয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তি শ্রীপুর, কালিগঞ্জ, মনোহরদী, পাকুন্দিয়া, গফরগাও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দলে দলে মেলা আসছে।

প্রতিদিন স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে উপস্থিত বত্তৃতা . বির্তক প্রতিযোগিতা এছাড়া সন্ধ্যায় থাকছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ও আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কাপাসিয়া উপজেলা পুস্তক সমিতির সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন জানান, মেলায় অভুতপূব সারা পেয়েছি। ঢাকার প্রকাশকরা প্রতিদিন নতুন নতুন বই সরবরাহ করছে যা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নতুন নতুন বই পড়তে পারছে। কাপাসিয়া উপজেলা পুস্তক সমিতির সভাপতি অধ্যাপক আরেফিন সিদ্দিকী জানান, উপজেলা সদরে এমন বই মেলায় আমরা এত সাড়া পাব তা আগে কখনো চিন্তা করিনি। আমরা যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি পাঠকদের কাছ থেকে। আমরা পাঠকদের কাছে কৃতজ্ঞ।

মেলার সমস্বয়ক মোস্তাফিজুর রহমান সেলিম জানান, তাজউদ্দীনের স্মৃতিকে ধরে রাখার জন্য প্রতি বছর আমরা এ মেলার আয়োজন করি এতে এলাকার মানুষের প্রাণবন্ত সাড়া পাওয়াই আমাকে প্রেরণা জোগায়।

(এমকেডি/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test