E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধনবাড়ীতে সেচ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

২০১৭ মার্চ ০৩ ১৬:৩১:২৮
ধনবাড়ীতে সেচ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম ও ঠিকাদারী প্রতিষ্ঠান সুভাষ এন্টারপ্রাইজের বিরুদ্ধে সেচ প্রকল্পের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে।

এ ব্যাপারে সেচ স্কীম ম্যানেজার দু’দকের টাঙ্গাইল জেলা সমন্বিত কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এতে শতাধিক একর জমি অনাবাদী রয়েছে। অভিযোগ থেকে জানা যায়, সরকার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র অচল নলকূপ সচল করণের মাধ্যমে সুলভ সেচের ব্যবস্থা করেছেন।

বিগত ২০১৩-১৪ অর্থ বছরে বিএডিসি’র এ প্রকল্পের অধীনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণ পাড়া গ্রামে ১১২নং গভীর নলকূপ স্থাপনের জন্য সুভাষ এন্টারপ্রাইজকে ঠিকাদার নিয়োগ করা হয়। ওই সেচ প্রকল্পে ঠিকাদার কোন কাজ না করলেও বিএডিসি’র টাঙ্গাইল জোনের উপ-সহকারী প্রকৌশলী নূরুল ইসলামের মাধ্যমে চূড়ান্ত বিল উত্তোলন করে ১০ লাখ টাকা আত্মসাত করা হয়েছে। এদিকে, কাজ না করায় ওই গভীর নলকূপ স্কীমে চলতি বোর মৌসুমে সেচ স্কীম চালানো সম্ভব হচ্ছে না। ফলে স্কীমের আওতাধীন শতাধিক একর জমি অনাবাদি রয়েছে।

এ ব্যাপারে ১১২নং গভীর নলকূপ স্কীমের ম্যানেজার এমদাদুল হক দুর্নীতি দমন কমিশন (দু’দক) টাঙ্গাইল জেলা সমন্বিত কার্যালয়ে প্রতিকার চেয়ে গত বছরের ২৬ ডিসেম্বর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দু’দক সরকারি অর্থ আত্মসাত বিষয়ে দুদক/সজেকা/টাঙ্গাইল/৭৬ নং স্মারকে বিএডিসি টাঙ্গাইল জোনের নির্বাহী প্রকৌশলীকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ পূর্বক দু’দককে অবহিত করার জন্য নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা সেচ কমিটির সদস্য ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, বিষয়টি নিয়ে বিএডিসি’র প্রকৌশলীর সাথে তিনি কথা বলেছেন। তিনি তাকে(প্রকৌশলী নূরুল ইসলামকে) কৃষকদের এ সমস্যা দ্রুত সমাধানের জন্য অনুরোধ করেছেন।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ জানান, ১১২নং গভীর নলকূপ স্কীমের বিদ্যমান সমস্যা সমাধান না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এ সমস্যা দ্রুত সমাধানের জন্য বিএডিসিকে বলা হয়েছে। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সুভাষ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করা হলে তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

অভিযুক্ত বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম জানান, কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে, তা সমাধানের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

(আরকেপি/এএস/মার্চ ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test