E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে স্বাধীনতা বিরোধীর নামের সড়কের নামফলক অপসারণ

২০১৭ মার্চ ০৩ ২৩:২৮:১৮
গোয়ালন্দে স্বাধীনতা বিরোধীর নামের সড়কের নামফলক অপসারণ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ বাজার প্রধান সড়কের নামকরণ স্বাধীনতা বিরোধীতাকারীর নামের হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশে নামফলকটি বুধবার ভেঙে ফেলা হয়েছে।

সড়কটির নামকরণ পরিবর্তনের জন্য ইতিপূর্বে গোয়ালন্দ পৌর কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে নির্দেশনা প্রদান করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধকালীন পিস কমিটির অন্যতম নেতা ও উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফ মোল্লার নামে সড়কটি নামকরণ করে ২০১১ সালের ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল।

মন্ত্রনালয় প্রেরিত পত্রে বলা হয়েছে স্বাধীনতা বিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নামে নামকরণকৃত সড়কের নাম পরিবর্তন করে দেশপ্রেমিক কবি ও সাহিত্যিক, স্থানীয় শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদদের নামে করতে হবে। বিষয়ে জেলা প্রশাসকের সাথে সমন্বয় করতে বলা হয়েছে।

গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা জানান, মঙ্গলবার পৌর পরিষদের সভায় মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা পত্র নিয়ে আলোচনা সাপেক্ষে নাম ফলকটি অপসারণের সিদ্ধান্ত হয়। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক ফোনে মেয়র সাহেবকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের কথা বলেছেন।

এ বিষয়ে পৌরসভার সচিব মো. ইসমাইল হোসেন জানান, সড়কটি পুনরায় নামকরণের বিষয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীতে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

(ওএস/এএস/মার্চ ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test