E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে মাদকসহ ৩ ভূয়া ডিবি আটক

২০১৭ মার্চ ০৭ ১৫:১৩:৪৬
নাগরপুরে মাদকসহ ৩ ভূয়া ডিবি আটক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মাদক সহ ভূয়া ডিবি পরিচয়দানকারি ৩ যুবক আটক। সোমবার ভোর রাতে উপজেলার কদিম কাকনা থেকে তাদের ১২০গ্রাম গাজা সহ আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, উপজেলার জালাই গ্রামের সোরহাব মোল্লার ছেলে হাসান (২২), বাদে কাকনা গ্রামের ও ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানের ছেলে সরোয়ার (২৬) ও একই গ্রামের মৃত. তাইজুদ্দিনের ছেলে রুবেল(২৫)।

নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে গাজা সহ তাদের আটক করা হয়। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করলে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অর্থ আত্মসাতের মত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

ভুক্তভোগী কদিম কাকনা গ্রামের বাচ্চু মোল্লা জানান ,আসামীরা নিজেদের ডিবি পুলিশ দাবি করে আমাকে ও আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী লিটন মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে আমাদের ক্রস ফায়ারের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে মাদক সহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে এবং ভুয়া ডিবি পরিচয় দিয়ে অর্থ আদায়ের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(আরকেএসআর/এএস/মার্চ ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test