E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীর তিন নারীপ্রধান দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়

২০১৭ মার্চ ০৮ ১৪:৩৮:৩১
রাজবাড়ীর তিন নারীপ্রধান দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়

রাজবাড়ী প্রতিনিধি : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হবে। পদ্মাপাড়ের ছোট্ট জেলা রাজবাড়ী। বিশ্ব নারী দিবসে রাজবাড়ীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন এই তিনটি সর্বোচ্চ পদে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিন নারী প্রধান।

জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন জিনাত আরা, জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন সালমা বেগম পিপিএম এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সৈয়দা নুরমহল আশরাফী।

জেলা প্রশাসক জিনাত আরা ১৯৬৮ সালে ঢাকা জেলায় জন্ম নেওযা এই নারী বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫ তম ব্যাচে উর্ত্তীর্ন হয়ে দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ০২/০২/২০১৬ তারিখে রাজবাড়ী জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।

পুলিশ সুপার সালমা বেগম পিপিএম ১৯৭২ সালে বরিশালের বাকেরগঞ্জে জন্ম নেওয়া এই নারী বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮ তম ব্যাচে উত্তীর্ণ হয়ে পুলিশ বাহীনিতে যোগদান করেন। দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ৬/১০/২০১৬ তারিখে রাজবাড়ী পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী নুরমহল ১৯৭৮ সালে যশোরে জন্ম নেওয়া এই নারী বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৭তম ব্যাচে উর্ত্তীণ হয়ে দেশের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে ০৮/০৮/২০১৬ তারিখে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে দিয়ে যাচ্ছেন দক্ষতার পরিচয়।

জেলার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পালনের পাশাপাশি সচেতনাতা তৈরি করতে এই তিন নারী অগ্রনী ভূমিকা পালন করে চলছে। সদ্য যোগদানকৃত রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম পিপিএম এরই মাঝে জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় বিভিন্ন মহলে বেশ প্রশংসা পেয়েছেন। বিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছে তিনি বেশ আলোচিত একটি নাম সালমা বেগম পিপিএম।

তিনজন নারী প্রধান নিয়ে রাজবাড়ী পৌরমেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, অসাধারণ কাজ করছেন রাজবাড়ী জেলার তিন নারী প্রধান।

(এএফবি/এএস/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test