E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

২০১৭ মার্চ ০৮ ১৫:০৯:৩৭
দুর্গাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা ,বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’’ এই প্রতিপাদ্য নিয়ে দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

বুধবার এ উপলক্ষে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর নেতৃত্বে র‌্যালিটি দুর্গাপুর উপজেলার সদরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। র‌্যালি শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ এর সঞ্চালনায় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, ওয়াই ডব্লিও সি এর সাধারণ সম্পাদিক লুদিয়া রুমা সাংমা, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প ব্যাবস্থপক মোঃ আঃ রাব পাটোয়ারী প্রমূখ। সকল কর্মসূচীতে উপজেলার সুসং সরকারি মহাবিদ্যালয়, মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এনজিও ও নারী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।

অপরদিকে ব্র্যাক এর আয়োজনে সদর ইউনিয়নে পৃথক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিতে ব্র্যাক সংগঠনের নারী কর্মীরা অংশ নেয়। ‘‘কোন শর্তেই ১৮-র আগে বিয়ে নয়’’ এই প্রতিপাদ্য নিয়ে দুর্গাপুর সদর ইউ,পি কার্যালয়ে ইউ,পি চেয়ারম্যান শাহীনুর আলম সাজুর সভাপতিত্বে বকত্ব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক পৌর কাউন্সিলর আসুদুর রহমান আসাদ, রাশিদা বেগম, ইউ,পি সদস্য আঃ বারেক, আসমা আক্তার, ব্র্যক প্রতিনিধি নাজনীন সুলতানা, মাকুসুদা শাহী ,সিনিয়ার সাংবাদিক সাহাদাত হোসেন কাজল, নির্মলেন্দু সরকার বাবুল, ইউডিসি সদস্য নূর নাহান খানম বিথী ও সুমন মিয়া।

(এনএস/এএস/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test