E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

২০১৭ মার্চ ০৮ ১৭:৩৫:৩৩
টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি : “নারী পুরুষ সমতায়, উন্নয়নে যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্র” এই শ্লোগানকে সামনে রেখে বাংলদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পরিচালিত মানুষে জন্য ফাউন্ডেশনের সহায়তায়  এসসিডব্লিউএইচআর প্রকল্প, টাঙ্গাইল ইউনিটের উদ্দোগে বুধবার সকালে পোড়াবাড়ী ইউনিয়নের বেলতা দক্ষিণ পাড়া গ্রামে অধিকার সুরক্ষা কমিটির সহায়তায় র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান। আয়োজিত অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। 

বেলতা দক্ষিণ পাড়া অধিকার সুরক্ষা কমিটির সভাপতি আসমা বেগম এর সভাপত্বিতে আলোচনা সভায় নারী দিবসের তাৎপর্য তুুলে ধরে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা সমন্বয়কারী এডভোকেট আতাউর রহমান আজাদ, বিশিষ্ট আইনজীবি মানবাধিকার কর্মী এডভোকেট আব্দুল গণি আলরুহি, বেলতা দক্ষিণ পাড়া অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমেনা বেগম, খারজানা অধিকার সুরক্ষা কমিটির সভাপতি কহিনুর আক্তার, কমিটির সদস্য বিথী আক্তার, মঞ্জুরানী দাস, পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন আলমগীর প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল ইউনিটের প্রজেক্ট ফ্যাসিলিটেটর আলম খান। পরে একটি র‌্যালি বের করা হয়।

(এমএনইউ/এএস/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test