E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় মাদকের ছড়াছড়ি

২০১৭ মার্চ ১১ ১৮:২২:৫২
কাপাসিয়ায় মাদকের ছড়াছড়ি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া সদর সহ বিভিন্ন এলাকায় মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে উপজেলা সর্বত্র। এলাকার অলি গলিতে মাদক ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলে অবাধে বিক্রি করছে মাদক। এ যেন দেখার কেউ নেই। এতে সব চেয়ে বেশী নেশাগ্রস্ত হয়ে পড়ছে স্কুল কলেজের ছাত্ররা। ফলে মাদকের বিরুদ্ধে কোন সচেতন মহল প্রতিবাদ করছেন না। 

বিভিন্ন সূত্র থেকে জানা জানায়, উপজেলার কাপাসিয়া বাজারে, কলেজ রোড বাশতলা মোড়ে,রাওনাট বাজারে, রানীগঞ্জ,তারাগঞ্জ, তরগাও খেয়া ঘাট মোরে,আমরাইদ, নরসিংপুর, রায়েদ,রাউৎকোনা সহ উপজেলার প্রায় ৫০টি স্পটে প্রকাশ্যে মাদক বেচা কেনা হচ্ছে। সন্ধ্যা বা দিনের বেলায় প্রকাশ্যে চলে এসব স্পটে মাদক বিক্রি। হোন্ডা বা সাইকেলে করে ক্রেতারা এসে নিয়ে যাচ্ছে । এ সব স্পট থেকে নিয়মিত পুলিশ মাসোহারা নিচ্ছে বলে অভিযোগ উঠছে।

প্রতিদিনই উপজেলা বাশতলা মোরে এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ী দের আনাগোনা দেখা যায়। কিন্তু প্রশাসনিক ভাবে মাদক ব্যবসায়ীদের দমনের কোন উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।

মাদকাসক্তির প্রভাবে যুবশ্রেণির নৈতিক অধঃপতন ঘটেছে। নেশাগ্রস্থদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। মাদকাসক্ত ব্যক্তি নেশার খরচ যোগানোর জন্য নানা রকম সমাজবিরোধী কাজে লিপ্ত হয়ে পড়েছে। মাদকের ছোবলে ধ্বংসের পথে আমাদের যুবসমাজ। উঠতি বয়সের ছেলে মেয়েরা নেশায় আসক্ত হচ্ছে, অশ্লীলতার ছোবলে হারাচ্ছে নৈতিক চরিত্র।

মো: নজরুল ইসলাম নামে স্থানীয় বাসিন্দা জানান, মাদকাসক্তদের উৎপাতে এলাকায় আমাদের বসবাস করাই দায় হয়ে পড়েছে। এদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করছেনা বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, আমরা পরিষদ এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করেছি। আমার এলাকা মাদকমুক্ত করার জন্য অভিভাবকদের নিয়ে সচেতনতামুলক সভা এবং মাদকের কুফল বিষয়ে লোকজনকে অবহিত করা হচ্ছে।

এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি বলেন আমরা কয়েক দফা মাদক বিরোধী অভিযান চালিয়েছি আমরা আরো অভিযান চালাব। কাপাসিয়াকে মাদক মুক্ত এলাকা ঘোষনা করা হবে।

(এসকেডি/এএস/মার্চ ১১, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test