E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগামীকাল রাজবাড়ী যাচ্ছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার

২০১৭ মার্চ ১৭ ১৭:০৫:১২
আগামীকাল রাজবাড়ী যাচ্ছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার

রাজবাড়ী প্রতিনিধি : আগামীকাল ১৮ মার্চ শনিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের রাধানাথ অঙ্গনে আসছেন ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনার ডঃ আদর্শ সোয়াইকা। তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন, রাধানাথ বিগ্রহের ভোগরাগ আরতি কীর্ত্তন, রাধানাথ বিগ্রহের দোলায় আগমন ও আবীর দান এবং বিগ্রহ পুনঃস্থাপন ও পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ডেপুটি হাইকমিশনারের আসার কথা রয়েছে বলে জানিয়েছেন রাধানাথ অঙ্গনের লক্ষ্মীরানী গোস্বামী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন সিকদার, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার এবং বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডঃ নিম চন্দ্র ভৌমিক, ভারতীয় হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি রাজেশ উইকি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড.তাপস পাল, মহানগর পূজা কমিটির নেতা নির্মল কুমার চ্যাটার্জী ও শ্যামল কুমার রায়।

রাধানাথ অঙ্গনের সেবায়েত শ্রী রাম গোপাল চ্যাটার্জী জানান অতিথিরা আগামীকাল দুপুর ২টার দিকে রাধানাথ অঙ্গনে পৌছানোর কথা রয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম পিপিএম জানান, বালিয়াকান্দির গোসাই গোবিন্দপুর রাধানাথ অঙ্গনের একটি ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনা সভায় যোগ দিতে আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ সহ ভারতের ডেপুটি হাইকমিশনার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমন উপলক্ষে বালিয়াকান্দি থানা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

১৬ মার্চ বৃহস্পতিবার মহানাম যজ্ঞের অধিবাসের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়ে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলার মধ্য দিয়ে ২০ মার্চ সোমবার অনুষ্ঠান শেষ হবার কথা রয়েছে।

(ডিবি/এএস/মার্চ ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test