E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শেরপুরে বনবিভাগের বীট অফিস ঘর ভেঙেছে বন্যহাতি

২০১৪ জুন ১৮ ১৮:১৮:৪৫
শেরপুরে বনবিভাগের বীট অফিস ঘর ভেঙেছে বন্যহাতি

শেরপুর প্রতিনিধি : খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির দল এবার বনবিভাগের বীট অফিস ঘর ভেঙে দিয়েছে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী তাওয়াকুচা ও গুরুচরন দুধনই গ্রামে ১৮ জুন বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় বন্য হাতির আক্রমণে ওই এলাকার ২ টি বসতবাড়ীর ৫ টি ঘর বিধ্বস্ত হয় এবং হাতির দল প্রায় কাঠাল ও  সুপারি বাগানের প্রায় দেড় শতাধিক গাছের পাকা কাঠাল ও সুপারি খেয়ে সাবাড় করে।
   

প্রত্যক্ষদর্শী ও বনবিভাগ সুত্রে জানা যায, বন্যহাতির দল আক্রমণ চালিয়ে তাওয়াকুচা ফরেস্ট বীট অফিসের দরজা-জানালা ও জানালার লোহার গ্রীল ভেঙ্গে ফেলে। হাতির পালের ধাক্কায় বীট অফিস ভবনটির দালানেও ফাটল দেখা দেয়। পরে বন্যহাতির দল গুরুচরন দুধনই গ্রামের লোকালয়ে প্রবেশ করে ওই গ্রামের আব্দুল হামিদ ও আব্দুস সালাম নামে দুই ব্যক্তির বসতবাড়ীর ৫ টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। হাতির দল ওই এলাকার কাঁঠাল ও সুপারি বাগানে তাণ্ডব চালিয়ে কাঁচা-পাকা কাঁঠাল ও সুপারি খেয়ে সাবাড় করে।

কাংশা ইউনিয়নের গুরুচরন দুধনই গ্রামের স্থানীয় ইউপি মেম্বার মো. হযরত আলী বন্যহাতির তান্ডবের কথা উল্লেখ করে বলেন, মঙ্গলবার রাতে পাহাড় থেকে প্রায় ৫০/৬০ টির এক পাল বন্যহাতি লোকালয়ে নেমে আসে। বন্যহাতির দল বুধবার ভোরে তাওয়াকুচা ফরেস্ট বীট অফিস ও গ্রামের দুটি বাড়ীর ৫ টি ঘর ভাংচুর করে এবং গাছের কাঁঠাল ও সুপারি খেয়ে সাবাড় করে। তান্ডব শেষে সকালে ফের বন্য হাতির দল পাহাড়ে চলে যায়। বনবিভাগের রাংটিয়া রেঞ্জ অফিসার মো. জামাল উদ্দিন শেখ তাওয়াকুচা বীট অফিসে বন্যহাতির আক্রমণ ও ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত : গত ৬ মাসে বন্যহাতির তান্ডবে শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদীর সীমান্ত জনপদে ৪ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ২২ জন। এসময় অসুস্থ্য হয়ে একটি হাতিও মারা যায়। সীমান্ত জনপদে মানুষের এখন দিন-রাত কাটে হাতি আতংকে।

(ওএস/এএস/জুন ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test