E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে বিএনপি’র জনবান্ধব কর্মসূচী

২০১৭ মার্চ ২১ ১৩:০৮:৪৫
মৌলভীবাজারে বিএনপি’র জনবান্ধব কর্মসূচী

মৌলভীবাজার প্রতিনিধি : সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি বেশ কয়েকবার রাষ্ট্রক্ষমতায় থাকলেও বর্তমানে দীর্ঘ সময় ধরে  রয়েছে ক্ষমতার বাহিরে। পার করছে কঠিন এক সংকটময় মুহুর্ত। এ অবস্থায় দলটি বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচী দিলেও জনসম্পৃক্ততা না থাকায় আন্দোলনে খুব একটা সফল হতে পারেনি বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল।

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নিজ জেলা মৌলভীবাজারে দাপুটের সাথে বিএনপি দীর্ঘদিন যাবত শক্তিশালি রাজনৈতিক ফ্লাটফরম গড়ে তুললেও বর্তমান সময়ে দলীয় অভ্যান্তরিন কোন্দলের কারনে প্রায় স্থবির হয়ে পড়ছিলো দলের বিভিন্ন ইউনিটের কার্যক্রম। কেন্দ্র থেকে বিভিন্ন কর্মসূচী দিলে দলের বিবাদমান দুটি গ্র“পই কর্মসূচী পালন করে আসছে বিভিন্ন সময়ে।

তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে জনবান্ধব কর্মসূচী না দিতে পারায় তৃনমূল সহ সাধারণ মানুষের কাছে দলটির অবস্থান বেশ হতাশাজনক বলে মনে হচ্ছে এতদিন যাবত। এমতাবস্থায় আগামী দিনের আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা দলের তৃনমূলকে জাগ্রত করতে আগামী আন্দোলন ও নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে জনবান্ধব কর্মসূচী দেয়ায় জেলায় প্রানচাঞ্চল্য ফিরে এসেছে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষদের মধ্যে।

দলের জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক প্রকাশিত ও প্রচারিত ’’বাজারে আগুন বিপর্যস্থ জনজীবন’’ শীর্ষক পোষ্টারে দেশের অন্যান্য জেলার ন্যায় মৌলভীবাজারেও বিভিন্ন রাস্তার পার্শের দেয়ালে আনুষ্ঠানিকভাবে লাগানোর মধ্যেদিয়ে গত রবিার (১৯ মার্চ) কর্মসূচীর উদ্ভোধন করেন বিএনপি’র সাবেক কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদিকা,সাবেক সাংসদ বেগম খালেদা রব্বানী । দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি একর্মসূচীর শুভসূচনা করেন শহরের পৌর এলাকার শাহমোস্তফা সড়কে অবস্থিত তার নিজ বাসার সামনের দেয়ালে ।

এসময় জেলা বিএনপি’র শীর্ষ পর্যায়ের এনেতার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান,জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামিম জাফর, জেলা ছাত্রদল নেতা সৈয়দ জুবায়ের আহমদ জুবেল, ও জেলা ছাত্রদলের সিনিয়র নেতা সেয়দ নেপুর আলী প্রমুখ।

ঘোষিত এ কর্মসূচীর পর থেকে সাধারণ মানুষ সহ রাজনৈতিক মহলে বেশ আলোচনা হচ্ছে বিএনপি’র তৃনমূল পর্যায়ের একর্মসূচীকে ঘীরে । নেতারা জানান, ’’বাজারে আগুন বিপর্যস্থ জনজীবন’’ শীর্ষক পোস্টারে বিগত বিএনপি সরকারের শাসনামলে বাজার নিয়ন্ত্রনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং বর্তমান ক্ষমতাশীন আওয়ামীলীগ সরকারের শাসনামলে দ্রব্যমুল্যের চিত্র তুলে ধরা হয়েছে।

বিগত কয়েক বছরে দেশের বাজারে চাল,ডাল,লবন,ভোজ্য তেল, খাসির মাংশ,গরুর মাংশ সহ বিভিন্ন নিত্য পন্যের মূল্য একশ থেকে দেড়শ গুণ বেড়েছে, এ অবস্থায় সাধারণ মানুষ বেশ হতাশায় পড়েছে। এদিকে বিএনপি’র পোস্টার কেন্দ্রিক প্রচারণার একর্মসূচী ব্যাপারে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র নেতা ও তরুন আইনজীবি সৈয়দ নেপুর আলী জানান, এ কর্মসূচী মূলত জনসম্পৃক্তা কেন্দ্রীক কর্মসূচী,এর মাধ্যমে মূলত আগামী দিনের আন্দোলনের জন্য মাঠে নামার চেষ্টা করা। জনগনের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ফের মাঠে নামার লক্ষে প্রথম প্রদক্ষেপ হিসেবে পোস্টারিং কর্মসূচী করা হয়েছে।

এদিকে সূত্রে জানা গেছে ’’বাজারে আগুন বিপর্যস্থ জনজীবন’’ শীর্ষক পোস্টার কর্মসূচী দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ধারাবাহিক পালন করছেন। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন উপজেলায়ও পোস্টার লাগানোর কাজ দ্রুতভাবে চলছে।

(একে/এসপি/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test