E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানীশংকৈলে ঠিকাদারের সুবিধায় ২ শিক্ষা প্রতিষ্ঠান অবরুদ্ব

২০১৭ মার্চ ২২ ১৪:১৭:০৬
রানীশংকৈলে ঠিকাদারের সুবিধায় ২ শিক্ষা প্রতিষ্ঠান অবরুদ্ব

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল : আমরা খেলাধুলা করতে পারি না । একটু বাতাস হলেই শ্রেণীকক্ষে অজস্র বালু প্রবেশ করছে। সময়ের আগেই স্কুল ছুটি হয়ে যাচ্ছে। এই ঘটনাটি ঘটছে প্রায় ১ মাস ধরে। আমরা এই অত্যাচার থেকে পরিত্রাণ পেতে চাই। আমরা ঠিকমতো ভাল পরিবেশে ক্লাশ করতে চাই। এই কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লধাবাড়ী নিন্ম মাধ্যমিকের শিক্ষার্থী অরিন্দ-সোহেলসহ একাধিক শিক্ষার্থী। এছাড়াও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ এলাকাবাসী।

উপজেলার পারকুন্ডা লধাবাড়ীতে ২টি শিক্ষা প্রতিষ্ঠান অবরুদ্ব করে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ইটের খোয়া, বালু অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে অবরুদ্ব করে রেখেছেন লধাবাড়ী বে-সরকারী প্রাথমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়।

এ প্রতিষ্ঠান দু’টির একটি মাঠ। প্রতিষ্ঠান দু’টির বারান্দা ছাড়া মাঠের ১ ইঞ্জি জায়গা ফাকা নেই, প্রায় ১০ ফিট উচ্চতায় পুরো মাঠজুড়ে বালু ইটের খোয়া মিশ্রিত বিশাল স্তুপ করে রেখেছেন। এছাড়া মাঠের আরেক পাশে প্রায় ২০ জন লোক ইটের খোয়া ভাঙ্গছেন। স্কুলে প্রবেশের মত ফাঁকা জায়গাও নেই।

সরজমিনে গিয়ে এমনই চিত্র দেখা য়ায় শিক্ষা প্রতিষ্ঠান দু’টির। এই ঠিকাদার প্রতিষ্ঠানটি হলো রাম বাবু ট্রের্ডাস। রাম বাবু ঠাকুরগাঁও সদরের বাসিন্দা বিশাল প্রভাবশালী ঠিকাদার। তিনি ঐ এলাকায় ৪ কিঃমিঃ দুরত্বের সরকারী রাস্তা নির্মাণের কাজ করছেন এবং প্রতিষ্ঠান দু’টি থেকেই রাস্তার কাজের সমস্ত কার্যক্রম শেষ করবেন বলে জানা যায়। ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন ঐ বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে রাত্রী যাপন করার জন্য ব্যবহার করছেন।

নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নরেশ বলেন, এভাবে মাঠ ভর্তি করে বালু ইট রাখলে তো সমস্যা হচ্ছেই তারপরও এটা প্রধানশিক্ষকের বিষয়।

ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ রায় ঠিকমতো স্কুলে যায় না। তাকে স্কুলে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন হ্যাঁ আমি ঠিকাদারকে স্কুলের মাঠটি ব্যবহার করার অনুমতি দিয়েছি।

শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে প্রশ্নে করলে তিনি বলেন, কে আপনাকে বলেছে সমস্যা হচ্ছে নাম বলেন। এই কথা বলার পর মিটিংয়ে ব্যাস্ত আছি বলে ফোন কেটে দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, বিষয়টি দুঃখজনক। আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনী ব্যবস্থা নেব।

(কেএলএস/এসপি/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test