E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেওয়ারিশ কুকুরের যন্ত্রণায় অতিষ্ট রাজবাড়ীবাসী

২০১৭ মার্চ ২২ ১৪:৫০:০৬
বেওয়ারিশ কুকুরের যন্ত্রণায় অতিষ্ট রাজবাড়ীবাসী

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ী জেলায় হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে কুকুরে কামড় দেয়া রোগীর সংখ্যা। কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকা নেই। এতে করে কুকুরে কামড় দেওয়া রোগিরা পড়েছেন বিপাকে। বাজারে ওষুধের দোকানগুলো ভ্যাকসিনের দাম দ্বিগুন নিচ্ছে। জেলার বিভিন্ন স্থান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে এসেছে কুকুরে কামড়ানো ভ্যাকসিন বিনা মূল্যে নিতে। কিন্তু দরজায় নোটিশ টানানো জানুয়ারি ১৭ তারিখ থেকে কুকুরে কামড়ানো ভ্যাকসিন সরবরাহ বন্ধ। ফলে সকলকেই ওষুধের দোকান থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায় মার্চ মাসের এক তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত ১৮৭ জনকে কুকুড়ে কামড় দিয়েছে। যাদের সবাইকে বাজার থেকে ভ্যাকসিন কিনে নিতে হয়েছে। ভ্যাকসিনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সুযোগ নিচ্ছে ওষুধের দোকানগুলো। রোগীদের অভিযোগ প্যাকেটের গায়ে ৫০০ টাকা মূল্য লেখা থাকলেও দোকানীরা ৭০০ থেকে এক হাজার টাকা মুল্য নিচ্ছে। হাসপাতাল কর্তপক্ষ বলছে হঠাৎ করেই জেলায় কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর চাহিদার তুলনায় আমাদের সরবরাহ খুবই কম। যা দুই দিনই চলে না। যে কারণে বেশ কিছু দিন ধরে হাসপাতালে ভ্যাকসিন নেই। বাজার থেকে কিনতে হচ্ছে ভ্যাকসিন।

এদিকে একটি সূত্র নিশ্চিত করছে বালিয়াকান্দির আইনশৃঙ্খলা কমিটির একটি সভায় কুকুর নিধন নিয়ে জোর বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদার। তার বক্তব্য আমলে নিলেও বালিয়াকান্দিতে কুকুর নিধন সংক্রান্ত কোন উদ্যোগ চোখে পড়ে নাই।

কুকুর নিধন নিয়ে গোয়ালন্দ পৌরমেয়র শেখ মোঃ নিজাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কারণে বেওয়ারিশ কুকুর নিধন করা সম্ভব হচ্ছে না।

(ডিবি/এএস/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test