E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০১৭ মার্চ ২৬ ১৩:০৫:০৮
রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি : ১৯৭১সালের এই দিনে পাকিস্থান বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙ্গালিার। প্রতি বছরের ন্যায় রাষ্ট্রীয়ভাবে দিবসটিকে পালন করা হচ্ছে জাতীয় দিবস হিসাবে।   তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতে নান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সকাল ৬ টা থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ীর ৬টি স্থানে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক জিনাত আরা। বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে। সকালে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে জেলা আওয়ামীলীগ। এরপর রেলগেট শহীদ স্মৃতিস্তম্ভে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী নেতেত্বে পূষ্পমাল্য অর্পন করে জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা জানানোর পর আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলো একে একে শ্রদ্ধা জানায়। জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহামুদ খৈয়মের নেতৃত্ব পুষ্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী জেলা বিএনপি। এরপর একে একে পুষ্পমাল্য অর্পন করেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পমাল্য অর্পন শেষে শহীদ খুশি রেলওয়ে মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহনে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। বিভিন্ন অয়োজনের মধ্য সন্ধ্যা ৭.৩০মিনিটে ৪৬ তম স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শেষ হবার কথা রয়েছে।

(ডিবি/এসপি/মার্চ ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test