E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় যথাযোগ্যে মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০১৭ মার্চ ২৬ ১৮:১৭:৩৬
মাগুরায় যথাযোগ্যে মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাগুরা  প্রতিনিধি : যথাযথ মর্যাদায় মাগুরায় রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে প্রত্যুষে কালেক্টরেট ময়দানে ৩১ বার তোপধ্বনি, ভোরে  শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে  পুলিশ ,আনসার ভিডিপি ,স্কাউট, গাইডস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টায় স্টেডিয়ামে বিভিন্ন কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান ও পুলিশ সুপার মুনিবুর রহমান। কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা এমপি কামরুল লায়লা জলি,পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলীসহ অন্যান্যরা।

এছাড়া জাতির শান্তি ,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত, চলচ্চিত্র প্রদশনীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে । একই সাথে জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

(ডিসি/এএস/মার্চ ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test