E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় আইনশৃংখলা কমিটির সভা

২০১৭ মার্চ ২৮ ১৪:৩৪:১৭
পাংশায় আইনশৃংখলা কমিটির সভা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাংশা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

তিনি বলেন, পাংশার আইন শৃংখলা পরিস্থিতি এখন অনেক ভালো। কিন্তু দক্ষিণাঞ্চলে অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের তৎপরতা রয়েছে। সরিষা ইউপিতে সুবিধাবাদীরা গোলযোগ সৃষ্টির ক্ষেত্রে ইন্দন যোগাচ্ছে। মাছপাড়া ও বাবুপাড়া ইউনিয়নে মাদকের প্রবণতা কমলেও মৌরাট ইউপিতে মাদকের গডফাদার রয়েছে। হাবাসপুর ইউপিতে বালু ব্যবসার অন্তরালে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সম্পৃক্ততা খতিয়ে দেখতে হবে। অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজির সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদারের পাশাপাশি দলমত নির্বিশেষে মাদক ও জঙ্গিতৎপরতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, পাংশা থানার অফিসার ইনচার্জ মো. মোফাজ্জেল হোসেন, মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার, মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস), কলিমহর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, কসবামাজাইল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুন্ডু, পাংশা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার কাজী আরিফুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

পাংশা থানার অফিসার ইনচার্জ মো. মোফাজ্জেল হোসেন এলাকার আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে অপরাধ তৎপরতার সাথে জড়িতদের অবস্থান সম্পর্কে গোপনে থানা পুলিশকে তথ্য প্রদানের আহবান জানিয়ে বলেন, তালিকাভুক্ত অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, মাদক ব্যবসায়ী, গরুচোরসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা ও আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


(এমএইচকে/এসপি/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test