E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুরঞ্জিতের আসনে জয়া সেনগুপ্ত বেসরকারিভাবে জয়ী

২০১৭ মার্চ ৩০ ২১:৩১:০৯
সুরঞ্জিতের আসনে জয়া সেনগুপ্ত বেসরকারিভাবে জয়ী

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত ৫৪ হাজার ৯০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় রিটার্নিং কর্মকর্তা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

দিরাই ও শাল্লা উপজেলার মোট ১১০টি কেন্দ্রের সব কটির ফলাফলে নৌকা প্রতীক নিয়ে ড. জয়া সেনগুপ্ত ৯৬ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী প্রবাসী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু সিংহ প্রতীকে পান ৪২ হাজার ১৭০ ভোট।

এর আগে তুমুল বর্ষণের মধ্যে শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। গত বুধবার রাত থেকে মুষলধারে বৃষ্টি নামে।

বৃহস্পতিবার সকাল ৮টায় বৃষ্টির মধ্যে শুরু হয় ভোটগ্রহণ। তবে বৈরি আবহাওয়ার কারণে সাড়ে ১১টা নাগাদ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না।

বেলা ১১টার পর ভোটার উপস্থিতি বাড়তে থাকে। বিকাল ৪টা নাগাদ টানা ভোটগ্রহণ চলে। তবে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

(ওএস/এএস/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test