E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু সেতুতে টোল কালেক্টরেটদের অবস্থান ধর্মঘট

২০১৭ এপ্রিল ০৫ ১৮:০৮:১৬
বঙ্গবন্ধু সেতুতে টোল কালেক্টরেটদের অবস্থান ধর্মঘট

টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুর টোল আদায়কারী বিক্ষুব্ধ ‘কালেক্টরেট’রা ছাঁটাই আতঙ্কে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। টোল আদায়ে নতুন ঠিকাদারী প্রতিষ্ঠান কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) দায়িত্ব নেয়ার পর থেকেই নতুন লোকবল নিয়োগ দিয়ে টোল আদায়ের কাজ শুরু করায় আগে থেকে কর্মরত অর্ধশতাধিক কর্মচারীকে বাদ দিয়ে টোল আদায়ের কাজ করানোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

বিক্ষুব্ধ টোল আদায়কারীরা জানায়, বঙ্গবন্ধু সেতুতে আগে থেকে কর্মরত অর্ধশতাধিক টোল কালেক্টর, টোল সুপারভাইজার, অডিট কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন কোম্পানী কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) অদক্ষ লোকবল দিয়ে টোল আদায়ের কাজ করছে। এতে সেতুতে টোল আদায়ে কর্মরত টোল সুপারভাইজার ও কালেক্টরসহ অর্ধশতাধিক লোকজন সেতু এলাকায় তিনঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে।

বিক্ষোভকারীরা আরো জানায়, আড়াই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কালেক্টরেটরা বকেয়া বেতন পাচ্ছেন না। বুধবার কর্তৃপক্ষ ১৫দিনের বেতন দিয়েছে। এছাড়া তাদের কাজে যেতে দিচ্ছে না। কাজে স্বাক্ষরের জন্য হাজিরা খাতাও দেয়া হচ্ছে না। অঘোষিতভাবে তাদেরকে ছাঁটাইয়ের পায়তারা করছে সিএনএস কোম্পানী। ফলে, তারা কাজে যোগদানের জন্য অবস্থান ধর্মঘটে যায়।

সেতু এলাকায় কর্মচারীদের অবস্থান ধর্মঘট দেখে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আছাবুর রহমান উপস্থিত হয়ে তাদেরকে ‘ছাঁটাই করা না হয়’ তা দেখার আশ্বাস দিলে কর্মচারীরা অবস্থান ধর্মঘট তুলে নেয়। অবস্থান ধর্মঘট চলাকালে বিক্ষুব্ধ কর্মচারীরা স্বপদে যোগদান না করতে পারলে সেতু অচল করে দেয়ার হুমকি দেয়।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধুসেতু কেপিআই এলাকাভুক্ত। এখানে কোন সভা-সমাবেশ বা অবস্থান ধর্মঘট করার অনুমতি নেই। ছাঁটাই আতঙ্কে থাকা বিক্ষুব্ধ শ্রমিকদের বিষয়ে উর্র্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের কাজে যোগদানের আশ্বাস দিলে তারা সেতু এলাকা ত্যাগ করেন।

(আরকেপি/এএস/এপ্রিল ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test