E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তুলে নেয়ার ১৫ দিনেও সন্ধান মেলেনি মাদরাসা শিক্ষকের

২০১৭ এপ্রিল ১৫ ১৪:৫৪:১১
তুলে নেয়ার ১৫ দিনেও সন্ধান মেলেনি মাদরাসা শিক্ষকের

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা বাজার থেকে এক মাদরাসা শিক্ষককে গাড়ীতে তুলে নেয়ার ১৫ দিন পরও সন্ধান পাচ্ছেনা তার পরিবার।

এ বিষয়ে নিখোজ মাদরাসা শিক্ষকের প্রথম স্ত্রী আলেয়া পারভিন নাগরপুর থানায় মামলা করেছেন। নিখোজ মাদরাসা শিক্ষকের নাম মাও. মো. আব্দুল আলীম(৫০)। তিনি সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানার অভয়তলা গ্রামের মৃত. আজিজুল হকের ছেলে।

২ স্ত্রী ও ৮ সন্তানের জনক আব্দুল আলিম নাগরপুর উপজেলার ধুবড়িয়া আলিফ উদ্দিন ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ। তিনি বর্তমানে প্রথম স্ত্রী নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে বসবাস করেন। মাদরাসা ও পরিবার সুত্রে জানা যায়, এপ্রিল মাসের ২ তারিখ বিকেলে ভাদ্রা বাজার থেকে সাদা পোষাকধারী কয়েকজন লোক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ভাদ্রা বাজারের লোকজন জানান, ৫/৭ জন সাদা পোষাকধারী লোক আব্দুল আলীমকে মাইক্রোবাসে তুলে তারা টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহা সড়ক দিয়ে অরিচার দিকে চলে যায়। ঘটনার পর থেকে তার সাথে থাকা মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

এদিকে শিক্ষক আব্দুল আলীম নিখোজের পর থেকে তার স্ত্রী ও সন্তানেরা তাকে খুজে বেড়াচ্ছেন। তাকে না পেয়ে তার পরিবার সহকারী পুলিশ সুপারের (মির্জাপুর সার্কেল) সাথে দেখা করে বিষয়টি অবগত করেন।

শিক্ষক আব্দুল আলীমের প্রথম স্ত্রী আলেয়া পারভিন জানান, তার স্বামী কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। শিক্ষকতা পেশা নিয়েও কারো সাথে তার বিবাদ না থাকলেও দ্বিতীয় স্ত্রীর ভরন পোষন নিয়ে একাধীকবার শালিস বৈঠক হয়েছে। অবিলম্বে তার স্বামীর সন্ধান দাবী করে তিনি বলেন, যদি প্রশাসনের মনে হয় তার স্বামী কোন অন্যায় কাজের সাথে জড়িত তাহলে তাকে খুজে আইনের আওতায় আনা হোক।

স্বামী নিখোজের ঘটনা নিয়ে ঝিনাইদহে থাকা আব্দুল আলীমের দ্বিতীয় স্ত্রী ফারহানা আক্তারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, স্বামীকে খুজে না পেয়ে তিনিও পাগলপ্রায়।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইন চার্জ জহিরুল ইসলাম জানান, মাদরাসা শিক্ষক আব্দুল আলীমকে কে বা কাহারা তুলে নিয়ে গেছেন তা আমাদের জানা নেই। তবে তার নিখোজের বিষয়টি দেশের সব থানাকে অবগত করা হয়েছে। তার সন্ধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


(আরকেএসআর/এসপি/এপ্রিল ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test