E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় ৭টি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বইপড়া’ কর্মসূচি শুরু

২০১৭ এপ্রিল ১৯ ১৪:৪০:১৬
কাপাসিয়ায় ৭টি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বইপড়া’ কর্মসূচি শুরু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষে দেশের শীর্যস্থানীয় মোবাইল ফিনান্সসিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় আজ বুধবার  কাপাসিয়া উপজেলা পরিষদ অডিটিয়ার রুমে উপজেলার ৭টি স্কুলের বইপড়া কর্মসুচি শুরু করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

সকালে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিকাশ লিমিটেডের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ক্যাপ্টেন (অবঃ বি.এন) জনাব সাবের শরিফ, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শরিফ মোঃ মাসুদ কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান জনাব খন্দকার আজিজুর রহমান পেড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাকছুদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ রকিব হাসান প্রমুখ।

উপজেলার বঙ্গতাজ আদর্শ উচ্চ বিদ্যালয়, ভূবনের চালা উচ্চ বিদ্যালয়, বড়ছিট আদর্শ উচ্চ বিদ্যালয়, নলগাঁও উচ্চ বিদ্যালয়, কামারগাঁও উচ্চ বিদ্যালয়, চিনাডুলী বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয় এবং আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয় সহ ৭টি বিদ্যালয়ের প্রায় দুশতাধিক ছাত্রছাত্রী বইপড়া কর্মসুচিতে অংশ নেন।

উল্লেখ্য, স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসুচি ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর সাথে ২০১৪ সাল থেকেই সম্পৃক্ত আছে বিকাশ। বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ২০১৭ সালে ৩৮০০০ বইসহ গত ৪ বছরে এ পর্যন্ত প্রায় ১৪০,০০০ কপি বই প্রদান করেছে বিকাশ।

উদ্যোতারা জানান, দেশে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৯ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশভিত্তিক উৎকর্ষ বইপড়া কার্যক্রম এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি। বর্তমানে সারাদেশে এই কর্মসূচির আওতায় প্রায় ২,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ছাত্র-ছাত্রী অর্ন্তভুক্ত রয়েছে।

(এসকেডি/এসপি/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test