E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূঞাপুরে বিশুদ্ধ মধু উৎপাদন বিষয়ে কর্মশালা

২০১৭ এপ্রিল ১৯ ১৭:০৫:১৮
ভূঞাপুরে বিশুদ্ধ মধু উৎপাদন বিষয়ে কর্মশালা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে ‘টেকসই মৌচাষ এবং মধু বিপণনের মাধ্যমে মৌচাষীদের আয় বৃদ্ধিকরণ’ শীর্ষক কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় বিশুদ্ধ মধু উৎপাদন, বাজারজাতকরণ ও মৌ ফসল চাষ বৃদ্ধির উপর ধারণা দেওয়া হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও বাংলাদেশ এসোসিয়েশন ফর সোসাল অ্যাডভ্যান্সমেন্টের (বাসা) বাস্তবায়নে উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোসাল অ্যাডভ্যান্সমেন্টের নির্বাহী পরিচালক আকম সিরাজুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনা খাতুন। কর্মশালায় ৩০জন মৌচাষী ও মৌ ফসল উৎপাদনকারী অংশ গ্রহন করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

(আরকেপি/এএস/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test