E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর প্রস্তাব মন্ত্রণালয়ে

২০১৭ এপ্রিল ১৯ ১৭:২০:০০
ঢাকা-টাঙ্গাইল কমিউটার  ট্রেন চালুর প্রস্তাব মন্ত্রণালয়ে

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ রেললাইনে কমিউটার ট্রেন সার্ভিস চালুর প্রস্তাব এখন রেল মন্ত্রণালয়ে। মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত এক প্রস্তাবনা টাঙ্গাইলের জেলা প্রশাসক রেল মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছেন।

জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়েছে, ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে সড়কে দুর্ঘটনা রোধ ও গাড়ির চাপ কমানোর নিমিত্তে ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জকমিউটার ট্রেন চালু ও বিদ্যমান অন্যান্য ট্রেনে সিট বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নং-০৫.৩০.৯৩০০.০০৭.৩০.০০১.২০১৫-/১ তাং-১৮/০৪/২০১৭ইং এ উল্লেখ করা হয়েছে, টাঙ্গাইল থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার লোক ঢাকায় যাতায়াত করেন। টাঙ্গাইল থেকে ঢাকা যাতায়াতের কোনকমিউটার ট্রেন নাই। উত্তরবঙ্গে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হওয়ায় যানজট লেগেই থাকে।

এছাড়া প্রায়ই দুর্ঘটনায় পতিত হয়ে জান-মালের ক্ষয়ক্ষতি হয়। এতদাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে টাঙ্গাইল হয়ে চলাচলকারী সকল ট্রেনে প্রথম শ্রেণির ২০টি ও সাধারণ শ্রেণির ৫০ টিকিট রিজার্ভ রাখা প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও জনহিতৈষী ব্যক্তিরা এ বিষয়ে দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছেন। উল্লেখিত ব্যবস্থা গ্রহন করা হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমবে বলেও প্রস্তাবনায় বলা হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, এ বিষয়ে ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর, ২০১৫ সালের ১৪ অক্টোবর এবং ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি পৃথক স্মারকে প্রস্তাবনা রেল মন্ত্রণালয়ের সচিব বরাবর ইতোপূর্বে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়টি বিবেচনায় নিলে এতদাঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলের লোকজনও উপকৃত হবে। তিনি এ প্রস্তাবনা সদয় বিবেচনার জন্য রেল মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ করেছেন।

(আরকেপি/এএস/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test