E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ১, আহত ৫

২০১৭ এপ্রিল ২০ ২০:১৫:৪৮
টাঙ্গাইলে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ১, আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে দু’গ্রামের যুবকদের মাঝে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে  মোঃ আসাদুল হক (১৬) নামে এক অটোচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগুনঢালী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আসাদুল কালিয়া গ্রামের মুক্তার আলীর ছেলে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানায়, গত ২৬ মার্চ উপজেলার কালিয়াগ্রামের কিছু যুবক মাইজবাড়ি বাগুনঢালী উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। এই দিন মাইজবাড়ি বাগুনঢালী এলাকার যুবকদের সাথে কালিয়াগ্রামের যুবকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে কিছু দিন যাবৎ উভয় গ্রামের যুবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে কালিয়াগ্রামের ২০/২৫ যুবক অটোরিক্সা ভাড়া করে লাঠিসোঠা নিয়ে মাইজবাড়ি বাগুনঢালি গ্রামের যুবকদের হামলা করতে যায়। এ সময় মাইজবাড়ি বাগুনঢালি গ্রামের কিছু যুবক একত্রিত হয়ে তাদের পাল্টা ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কলিয়াগ্রাম ও কুরমুরশি গ্রামের সকল যুবক পালিয়ে গেলেও অটোরিক্সাসহ ৫/৭ যুবক আটকা পড়ে। এ সময় মাইজবাড়ি বাগুনঢালি গ্রামের যুবকরা তাদের বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই কালিয়া গ্রামের মুক্তার আলীর ছেলে অটো চালক আসাদুল মারা যান। এ সময় আরো ৫ যুবক আহত হয়।

গুরুতর আহত উপজেলার কুরমুরশি গ্রামের দুই সহোদর হায়দার আলী(২৮) ও আঃ ছাত্তার (১৫)কে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের বাবার নাম মোকছেদ আলী। বাকীরা কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(এমএনইউ/এএস/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test