E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সড়ক পরিবহন আইন ২০১৭’ বাতিলের দাবিতে মানববন্ধন

২০১৭ এপ্রিল ২৩ ১২:৫৫:২৬
‘সড়ক পরিবহন আইন ২০১৭’ বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ‌‌‌“শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আমরা এক, রাজনৈতিক দল যার যার, সড়ক পরিবহন শ্রমিক এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিকদের সাথে নিয়ে সড়ক পরিবহন আইন ২০১৭ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারাগুলো বাতিল করার দাবিতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুরে মানববন্ধন কর্মসনুচি অনুষ্ঠিত হয়েছে।

একই সময়ে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নতুন বাস টার্মিনালে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

আজ রবিবার সকালে টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন মানববন্ধন কর্মসুচি পালন করে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার শ্রমিক জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে হাজির হতে থাকে। এ সময় রাস্তায় চলাচলকারী অনেক ট্রাক-পিকআপ চলাচল করায় তাদের যানবাহন ভাংচুর করে তাদের মানববন্ধনে হাজির হতে বাধ্য করে শ্রমিকরা।

মানববন্ধনে অংশগ্রহন করেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বালা মিয়া, সাধারন সম্পাদক মোঃ ছোবহান মিয়া, কার্যকরী সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক মাহতাব, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুর রহমান সহ বিভিন্ন শ্রেনীর শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহন করে।


(এনইউ/এসপি/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test