E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৎস্যমন্ত্রীকে জুতা প্রদর্শন করলেন ছাত্রলীগ

২০১৭ এপ্রিল ২৩ ১৪:২৪:১৮
মৎস্যমন্ত্রীকে জুতা প্রদর্শন করলেন ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করতে বিজয়নগরে ঢোকার সময় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হককে জুতা প্রদর্শন করেছে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিজয়নগরে প্রবেশের সময় উপজেলার চান্দুরা এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ছোঁড়া ইটের আঘাতে এ সময় নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতেয়াজ আহামেদের মাথা ফেটে যায়। তাকে চিকিৎসা দেয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে নেয়া হয়েছে।

এছাড়া প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধনের সময় মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর সমর্থকরা।

এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের অনুষ্ঠন নিয়ে প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় বিজয়নগরসহ জেলার চার উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

শনিবার মধ্যরাতে বিজয়নগর, সদর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় ১৪৪ ধারা জারি করেন স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী ছায়েদুল হকের অনুষ্ঠান নিয়ে উত্তেজনা বিরাজ করায় চার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা সব ধরনের সভাসমাবেশ নিষিদ্ধ করে রবিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।

শনিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় বিজয়নগরে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনেরও সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের উদ্বোধন ও সুধি সমাবেশ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাড. ছায়েদুল হককে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

তবে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া মন্ত্রী ছায়েদুল হকের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন রবিবার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়।

শুক্রবার দুপুরে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর ও কার্যালয় ভাঙচুর করে দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃত্তরা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নামফলকও ভেঙে দেয়।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test