E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে সংখ্যালঘুর বাড়িতে হামলা-ভাংচুর

২০১৭ এপ্রিল ২৩ ১৫:০৫:৪৩
ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে সংখ্যালঘুর বাড়িতে হামলা-ভাংচুর

রাজবাড়ী প্রতিনিধি :  রাজবাড়ীর বালিয়াকান্দিতে জামালপুর বাজারে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জামালপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিদুল সাহার বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা।

২২ এপ্রিল (শনিবার) সকালে ১৫-২০ জন সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, ১৫ এপ্রিল শনিবার বিদুল কুমার সাহার গোডাউনে ৮ বস্তা মসুরী দিয়ে ১২ বস্তার দাম নেয় বহরপুর ইউনিয়নের স্থানীয় ব্যবসায়ী হাপিজুল বিশ্বাস। প্রতিদিনে ন্যায় বিদুল সাহা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাবসা সংক্রান্ত কাজ শেষ করে ঐদিন সন্ধ্যায় সিসি টিভির ফুটেজে বিষয়টি দেখতে পায় ব্যসবায়ী বিদুল সাহা। সেদিন রাতে হাপিজুলকে ডেকে বিষয়টির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমি ১২ বস্তা মসুরী গোডাউনে রেখেছি। পরে তার সাথে আসা সঙ্গীরা সিসি টিভির বিষয়টি হাপিজুলকে বোঝালে এক পর্যায় বিষয়টি মেনে নেয় হাপিজুল বিশ্বাস।

এদিকে বিদুল সাহা বিষয়টি জামালপুর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মজিবর রহমান বিশ্বাস সহ অনান্য ব্যবসায়ী নেত্রীবৃন্দকে বললে তারা ২৩ এপ্রিল (রবিবার) সমাধানের দিন ধার্য করে দুই পক্ষকে বিষয়টি নিয়ে কোন প্রকার ঝামেলায় না জারানোর অনুরোধ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

ব্যবসায়ীদের সিধান্ত মেনে নিয়ে চুপ থাকে বিদুল কুমার সাহা ও তার ভাই অমিত সাহা। গত ২২ এপ্রিল (শনিবার) সকাল ৯.৩০ মিনিটের দিকে হাপিজুল বিশ্বাস, নেওয়াজ বিশ্বাস, নাছিরুল বিশ্বাস, জাহিদুল বিশ্বাস, জিয়া বিশ্বাস, জাকির বিশ্বাস সহ ১৫-২০ জন সন্ত্রাসীরা জামালপুর বাজারের বিদুল কুমার সাহার বাড়ীর গেটের কলিং বেল বাজালে তার ছোট ভাই অমিত সাহার মেয়ে গেট খুলতেই বাড়ীর ভিতর ঢুকে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলা চালিয়ে ৭ লক্ষ টাকা, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এসময় কিছু সন্ত্রাসীরা সিড়ি বেড়ে বাড়ীর দ্বিতীয় তলায় ওঠে বাড়ীর মহিলাদের শ্লীলতাহানীর চেষ্টা করে। বাড়ীর লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

হামলার ব্যাপারে দুঃখ প্রকাশ করে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার বলেন, বাড়ীর ভিতর প্রবেশ করে হামলা করার থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। তিনি বলেন এই সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা হলে আমরা কেউ নিরাপদ নই।

বণিক সমিতির সাধারন সম্পাদক মজিবর রহমান বিশ্বাস জানান, আমরা দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেবার পর এ হামলার ঘটনা দুঃখজনক।

গাজনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদানন্দ সেন জানান, বিদুল সাহার পরিবারের সাথে ইউনুছ চেয়ারম্যানের রাজনৈতিক দ্বন্দ রয়েছে। তিনি প্রশ্ন ছুড়ে বলেন কত বড় নেক্কার জনক ঘটনা ঘটলে রাজনৈতিক দ্বন্দ উপক্ষো করে ইউনুছ চেয়ারম্যানের স্ত্রী সন্তানেরা বেড়িয়ে এসে বিদুল সাহার পরিবারের লোকজনকে রক্ষা করেছে।

হামলার ঘটনায় বিদুল কুমার সাহা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে বালিয়াকান্দি থানা পুলিশ জাহিদুল বিশ্বাস ও সালাউদ্দিন বিশ্বাস নামে দুই আসামীকে গ্রেফতার করেছে।

(ডিবি/এসপি/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test