E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে একযুগ পরে ছাত্রদলের সম্মেলন

২০১৭ এপ্রিল ২৬ ১৪:১৩:৩৭
ঠাকুরগাঁওয়ে একযুগ পরে ছাত্রদলের সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি : আগামী ২৯'এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান।

রাশেদ আলম লাবুর সভাপতিত্বে স্থানীয় বিডি হলে সকাল দশটায় কার্যক্রম উদ্বোধন হবে।দ্বি-বার্ষিক সম্মেলন হলেও এক যুগ পেরিয়ে প্রায় আরও তিন বছর।ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের শেষ কমিটি গঠন হয়েছে ২০০২ সালে।এরপর একাধিকবার চেষ্টা করেও নতুন কমিটি হবার আশার আলো জ্বলেনি।

তবে বিএনপি মহল মনে করেন ২০০৬ সালে বিএনপির ক্ষমতা শেষ হওয়া এরপর ১/১১,আওয়ামীলীগ ক্ষমতায় আসা,৫'ই জানুয়ারী এক তরফা নির্বাচন,সবমিলিয়ে পরিবেশ পরিস্থিতি অনুকুলে না থাকায় সম্মেলন করা হয়নি

।ছাত্রদলের সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতা-কর্মিদের মধ্যে দেখা গেছে প্রাণোছ্বাস। যেন নতুন দিশা পেয়েছে তারা। ছাত্রদলের অফিসে প্রতিদিন দেখা গেছে উপচে পড়া ভীড়।সিনিয়র নেতারাও দিচ্ছেন প্রতিদিন হাজিরা।অন্ধকারে পড়ে থাকা ঘরে জ্বলছে আলো।এদিকে সম্মেলনে নির্বাচন নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা ও সমীকরণ।ছাত্রদল কি পাবে নতুন নেতৃত্ব না পুরোনো কমিটিই রয়ে যাবে।

ছাত্রদল ও বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, নেতৃত্বের দুর্বলতায় ছাত্রদলে নতুন প্রজন্মের তেমন কোন ভালো নেতা তৈরী হয়নি। সেক্ষেত্রে পৌর ছাত্রদলের বর্তমান সভাপতি মোঃকায়েস এই দৌড়ে এগিয়ে, সাথে সোহেল রানা সহ কিছু ছাত্র নেতার নাম শোনা যাচ্ছে।সিনিয়র নেতারা মনে করেন কায়েসের জন্য একটি পদ বরাদ্দ থাকবে।

বাকি পদ গুলো চমক আসবে ,না নতুন-পুরাতন, মিলেই সমন্বয় করে হবে তা সময়ই বলে দেবে। ছাত্রদলের বর্তমান জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ জানান তৃণমুলের ভোটে যে আসবে তাকেই মেনে নেওয়া হবে। এবং সম্মেলনের দিন ১৯৭৯ থেকে শুরু করে সাবেক ও বর্তমান সভাপতি ,সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক কলেজ শাখার সাবেক ভিপি, জিএস, ও এজিএসদের শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হবে।

ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু বলেন দীর্ঘদিন ধরে কলেজ সংসদের নির্বাচন না হওয়ায় মেধা ভিত্তিক নেতা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ছাত্ররাজনীতীতে এখন মাস্তান ও টোকাই শ্রেণীর নেতারা প্রবেশ করেছে। অপরদিকে ১/১১'র সরকার ও আওয়ামীলীগের হামলা, মামলায় জজ্জড়িত হয়ে বিগত দিনে রাজনৈতিক কার্যক্রম সঠিকভাবে করতে পারিনি। তাই অনেক মেধাবীরা রাজনীতিতে আসেনি।আমি মনে করি নীতি-নির্ধারকরা আগামী দিনে আন্দোলন সংগ্রামকে বেগবান করতে অভিজ্ঞ পুরাতন-নতুনের সমন্বয়েই কমিটি উপহার দিবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান বলেন, আমার অভিমত ছাত্র নিয়েই ছাত্রদল গঠন হবে। সেদিন আশা করি একটা সুন্দর পরিবেশ থাকবে।

তবে বিএনপি ও ছাত্রদলের নেতারা মনে করেন , মির্জা ফখরুল অনেক অভিজ্ঞ মানুষ। এটা তার নির্বাচনি এলাকা তাই তিনি নিজেই কমিটি গঠনে হস্তক্ষেপ করে নেতা নির্বাচন প্রক্রিয়া সহজ করে দেবেন।


(ওএস/এসপি/এপ্রিল ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test