E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

২০১৭ এপ্রিল ২৮ ১১:৩৬:০০
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ রবিউল হাসান এর নেতৃত্বে পৌরউদ্যান থেকে এক বণার্ঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে আদালত প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিপি আলমগীর খান মেনু, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি আতোয়ার রহমান আজাদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, আইনগত সহায়তা দিবস হিসেবে জাতীয় ভাবে একটি দিনকে উদ্যাপনের উদ্দেশ্য হচ্ছে এদেশের দরিদ্র, অশিক্ষিত, অচেতন জনগোষ্ঠিকে সরকারের এই কল্যাণমূলক কর্মসূচির বিষয়ে অবহিত করা। মানুষ বিনা খরচে যেন সঠিক বিচার পায় তার জন্যই আজকের এই আয়োজন।

(এনইউ/এসপি/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test