E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির হাত ধরে দেশে জঙ্গিবাদের উত্থান: নৌমন্ত্রী

২০১৭ এপ্রিল ২৮ ১৪:৩৯:৩৫
বিএনপির হাত ধরে দেশে জঙ্গিবাদের উত্থান: নৌমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশের উন্নতি চায় না। তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়। বর্তমানে জঙ্গি একটি বৈশ্বিক সমস্যা হলেও বিএনপি-জামায়াতের হাত ধরেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাটে শীতলক্ষ্যার তীরে বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে ১৬৭ কোটি টাকা ব্যায়ে সংগৃহীত ড্রেজিং ও নৌপথ সংরক্ষণ সহায়ক ২০টি নৌযান উদ্বোধনকালে এসকল কথা বলেন নৌ-পরিবহন মন্ত্রী।

অচিরেই শীতলক্ষ্যা নদীর খনন কাজ শুরু হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ডান্ডি ছিল। এখানে অনেক বড় বড় জাহাজ আসত। যে কারণে নারায়ণগঞ্জ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল। শীতলক্ষ্যা খনন হলে সেই আগের অবস্থায় ফিরে আসবে।

নারায়ণগঞ্জ সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জ এলেই দুই ভাই এমপি সেলিম ওসমান ও শামীম ওসমান আমার কাছে কিছু না কিছু দাবি করে। এজন্য নারায়ণগঞ্জ আসা ছেড়ে দিব কিনা ভাবছি। যদি তাদের দাবি পূরণ না করি তাহলে দুই ভাই মিলে আমার নারায়ণগঞ্জে ঢোকা বন্ধ করে দিবে।

সেলিম ওসমান সেন্ট্রাল ঘাটে ফেরীর কথা বলেছেন। আমি চেষ্টা করব ফেরী সংগ্রহ করে দিতে। অন্যথায় বিআইডব্লিউটিসি থেকে ফেরি তৈরি করে দিব।

শামীম ওসমান খানপুরে কন্টেইনার টার্মিনালের কথা বলেছেন। সেখানে অবশ্যই কন্টেইনার টার্মিনাল হবে। নারায়ণগঞ্জ এখন ঘুরে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেও শীতলক্ষ্যার তীরে একটি ইকোপার্কের উদ্বোধন করেছি। যেখানে নারায়ণগঞ্জের মানুষের বিনোদনের ব্যবস্থা হয়েছে। ঢাকার চারিদিকে আমরা এ ধরনের আরো বিনোদনের ব্যবস্থা করব।

এসময় বিআইডব্লিউটিএ (বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি) এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি বদিউজ্জামান বাদল, বিআইডব্লিউটিএর সচিব মো. আবুল বাসার, নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন, উপ পরিচালক মো. শহীদুল্লাহ, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ। পরে শীতলক্ষ্যার তীরে নোঙর করে রাখা ২০টি নৌযান পরিদর্শন করেন মন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা।

(ওএস/এসপি/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test