E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের বিরল উদ্যোগ

২০১৭ এপ্রিল ২৮ ১৭:৪৯:৩৩
টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের বিরল উদ্যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনীর দরিদ্র তাঁত শ্রমিক ও নাপিতের সন্তানেরা স্কুলের টিফিনের জমানো টাকা দিয়ে হাওরের দুর্গতদের জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছে। সুনামগঞ্জে হাওরের কৃষকদের ফসলহানীর কথা গনমাধ্যমে জানতে পেরে ব্যাথিত শিশুরা দীপ্ত চেতনায় তাদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা অবলম্বন করে সংগ্রহিত ৩৪০ টাকা তুলে দিয়েছে হাওরে সহায়তাকারী উদ্যোক্তাদের হাতে।

খুদে উদ্যোক্তরা জানান, গনমাধ্যমে হাওরের ধান হারানো কৃষকদের কান্না থেকে তারাও আবেগে আপ্লুত। এমনি সময় হাওরের সবকিছু খোয়ানো মানুষের পাশে দাঁড়াতে ঢাকার কয়েকজন সংবাদ কর্মীর উদ্যোগের কথা ফেসবুকে জানতে পেরে তারাও পাশে দাঁড়ানোর আগ্রহে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার তাঁত শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নাপিতের স্কুল পড়ুয়া সন্তান মোরসালিন, সাগর শীল, রিজন, আশিক, রিফাত, রাব্বি হোসেন, সিয়াম, জুবায়েল, রিপন, আপন হোসেন সহ আশপাশের স্কুলে লেখা-পড়া করা ১৫ জন বন্ধু এক হয়ে চলে বৈঠক। সেখানে নিজেদের মধ্যে থেকে নিজেদের টিফিনের এবং নিজেদের অভিভাবকদের কাছ থেকে চেয়ে এনে ১০, ২০, ৪০, ৫০ টাকা করে তুলে হয় ৩৪০ টাকার তহবিল। যা ঐদিন রাতে স্থানীয় এক সংবাদকর্মীর কাছে হস্তান্তরের মাধ্যমে হাওরবাসীকে সহায়তার উদ্যোক্তা সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার কাছে পৌছে দেন তারা। মানবতার নায়ক এই শিশুরা জানান, আমরা সংবাদ মাধ্যমে ফসলহারা হাওরের মানুষের আর্তনাদ দেখে ব্যথিত।

খুদে প্রাণ হয়ে বসে থাকতে পারিনি। যথটুকু পেরেছি তাদের পাশে দাঁড়াতে পেরে খুশি। আর তাদের টাকা পেয়ে মঞ্জুরুল আলম পান্না জানান, হাওরের অভাবী মানুষের জন্য অসহায় শিশুদের নিষ্পাপ বুকের এমন আবেগী ভালবাশা প্রকাশ আমাদের আরো উৎসাহিত করেছে। এটাই আমাদের স্বার্থকতা। এদের ভালবাশায় ঘুরে দাঁড়াবে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকেরা।এদিকে স্কুল পড়–য়া এই অসহায় শিশুদের এমন উদ্যোগের কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা তথা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। মানবতা জয়ের নানা কমেন্টে উৎসাহী করা হয় শিশুদের এই উদ্যোগকে।

এলাকার শিশুদের এমন উদ্যোগের ভুয়েসী প্রশংসা করে একুশে ফোরাম সিরাজগঞ্জের সভাপতি সমাজ কর্মী আখতারুজ্জামান তালুকদার, শাহজাদপুর সরকারী কলেজের প্রভাষক মোরশেদুর রহমান মাসুদ, চিত্র শিল্পী মোশারফ খান, ব্যবসায়ী মাসুদ খান জানান, ওরা যদি হাওরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট বুঝে পাশে দাঁড়াতে পারে, আর আমরা পারবোনা? ওদের কাছ থেকে মানবতা জয়ের গল্প শিখে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদেরও হাওরবাসীর সাহায্যে এগিয়ে আসতে হবে।

(এমএস/এএস/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test