E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে চড়ক পূজায় সন্নাসীর পিঠে বড়শি দিয়ে ঘোরানো হলো

২০১৭ এপ্রিল ২৮ ২১:০৩:২২
চাটমোহরে চড়ক পূজায় সন্নাসীর পিঠে বড়শি দিয়ে ঘোরানো হলো

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর এলাকার দোলবেদীতলা মন্দিরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তেওড়া চড়ক পূজা অনুষ্ঠিত হয়।

চৈত্র সংক্রান্তিতে বোঁথড় চড়কবাড়ি মন্দির প্রাঙ্গনে তিন দিনব্যাপী চড়ক পূজা মেলা বসে। শতবর্ষী প্রাচীন এই মেলাকে বোঁথড় চড়ক মেলাও বলা হয়। বোঁথড় চড়ক পূজা ও মেলার ১৩ দিন পর অনুষ্ঠিত হয় তেওড়া চড়ক পূজা।

দোলবেদীতলা মন্দির কমিটির সভাপতি কোমল কান্ত রায় জানান, প্রতি বছরে ন্যায় বোঁথর মেলার অন্যতম আকর্ষণ থাকে তেওড়া চড়ক পূজা। মেলাটি চৈত্রসংক্রান্তীর দিন থেকে ১৩ দিন পর অনুষ্ঠিত হয়। এ দিনে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন ধর্মীয় নাচ, কালি নাচ, কাটা ভাঙ্গা ও বুকের উপর ইট ভাঙ্গার খেলা অনুষ্ঠিত হয়। পরে মন্দিরের দুলাল সন্নাসীর পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘোরানো হয়। যেটা দেখতে বিভিন্ন স্থান থেকে শত শত নারী-পুরুষসহ সব বয়সী মানুষের ভীড় জমায় দোলবেদীতলা মন্দির প্রাঙ্গণে।

পূজা আয়োজক কমিটি আরো জানায়, চড়ক গাছটি ৯ দিন পর নামানোর পর গাছটি বছরের বাকি সময় পুকুরে ডুবিয়ে রাখা হয়।

এদিকে বর্তমানে আধুনিক যুগেও তেওড়া চড়ক পূজায় সন্নাসীর পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘোরানো হয়। বিষয়টি অবিশাস্য হলে বাস্তব এ ধরনের পূজা দেখতে গত বৃহস্পতিবার শত শত ভক্ত, পূর্ণার্থী ও উৎসুক জনতা ভীড় করে ওই মন্দির প্রাঙ্গণে।

এদিকে চাটমোহরের নতুন বাজার, ঋষীপাড়া, গুনাইগাছা, হান্ডিয়াল, হরিপুর, সমাজসহ বিভিন্ন স্থানে তেওড়া চড়কপুজা অনুষ্ঠিত হয়েছে। পূজা অনুষ্ঠান ঘিরে প্রচুর নারী, পুরুষ,শিশু ভক্ত-পূণ্যার্থীদের সমাগম ঘটে মন্দির আঙ্গিনায়।

(এসএইচএম/এএস/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test