E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আগুনে ঝলসে যাওয়ার তিনদিন পর মারা গেলেন মখলিছ মিয়া

২০১৭ মে ০২ ২০:২৭:১৯
আগুনে ঝলসে যাওয়ার তিনদিন পর মারা গেলেন মখলিছ মিয়া

মৌলভীবাজার প্রতিনিধি : অবশেষে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মুত্যুর কাছে হেরে গেলেন মৌলভীবাজারের মখলিছ মিয়া (৫৫)। মঙ্গলবার বিকাল চারটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন নিহতের মামা শশুর আশিক মিয়া।

তিনি জানান আগুনে মখলিছ মিয়ার শরিরের প্রায় সত্তর থেকে আশি ভাগ জায়গা পুড়ে গেছে। নিহত মখলিছ মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নিতেশ্বর গ্রামে বলে জানা গেছে। নিতহ মখলিছ মিয়ার পিতার নাম মৃত ইছাখ উল্লাহ। মখলিছ মিয়ার সাথে তার ভাই ছালিক মিয়ার জায়গা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত দন্দ চলে আসছিল বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, গত শুক্রবার রাত সারে বারোটার দিকে মখলিছ মিয়ার গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে, শব্দ পেয়ে আশে পাশের লোকজনও সাথে সাথে জরো হতে থাকে। অগ্নিকান্ডে গোয়াল ঘরে কোন প্রাণী না থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও গোয়াল ঘরে রক্ষিত অনেক জালানি লাকরী জ্বলে আগুনের তীব্রতা বেড়ে যায়।

এ ঘটনায় খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয় লোকজনের আগুন নেভানোর প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে আসেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত মখলিছ মিয়ার চাচা আরফান উল্লাহ এ প্রতিবেদককে জানান, তিনি ঘুমন্ত অবস্থায় মানুষের চিৎকার শুনে ঘরের বাহিরে বেড়িয়ে আসেন, তখন তিনি দেখতে পান মখলিছ মিয়া আগুনে পুড়া জলন্ত শরীর নিয়ে তার বাড়ির পাশের পুকুরে ঝাপ দিয়ে তাকে বাঁচানোর জন্য চিৎকার করছেন। এ অবস্থা দেখে তখন মখলিছ মিয়া তার চাচা আরফান উল্লাহকে বলেন,তাকে তার ভাই ছালিক উল্লাহ গোয়াল ঘরে জোরপূর্বক ঢুকিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে।

তিনি আরো জানান, ঘটনার পর মখলিছ মিয়াকে সাথে সাথে স্থানীয় লোকজন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপালে নিয়ে যাওয়া হয়,পরে হাসপাতালে তার অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তার অবস্থার অবনতি হতে থাকে। এর পর উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল চার ঘটিকার সময় তার মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনার প্রায় তিনদিন পর নিহত মখলিছ মিয়ার স্ত্রী ই্য়াছমিন বেগম নিহত মখলিছ মিয়ার ভাই ছালিকুর রহমানসহ তিনজনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

(মামলা নং ২ ধারা নং ৪৩৬/৩২৬/৩০৭) মৌলভীবাজার মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস,আই হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মখলিছ মিয়ার মৃত্যুর খবর এখনো তিনি পাননি। তিনি জানান, এ ঘটনায় আজ আমরা মামলা নিয়েছি এবং এবিষয়ে তদন্ত করছি, আগুনের ঘটনা সত্য উল্লেখ করে তিনি জানান, খবর পেয়ে আমরা মখলিছ মিয়ার গোয়াল ঘরে আগুন লাগার বিভিন্ন আলামত সংগ্রহ করি এবং তার বসত ঘরের বারান্দা থেকে একটি কন্টিন জব্দ করেছি, আমরা ধারনা করছি জব্দকৃত কন্টিনে পেট্টোল ছিল।

(একে/এএস/মে ০২, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test