E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে দেশের ২৬তম গ্যাসক্ষেত্র আবিষ্কার

২০১৪ জুন ২১ ১৫:৩১:৩৬
নারায়ণগঞ্জে দেশের ২৬তম গ্যাসক্ষেত্র আবিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের ২৬তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি-বাপেক্স।

শনিবার পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর সাংবাদিকদের বলেন, ‘রাজউকের পূর্বাচল মডেল টাউনের ভেতরে অনুসন্ধান চালিয়ে এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করা হয়। নতুন এ গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস দিয়ে ঢাকা শহরের চাহিদা পূরণ হবে।’

শনিবার দুপুরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান হোসেন মনসুর।

জানা যায়, বাপেক্স ২০১০ সালে রূপগঞ্জের ১০৯ লাইন কিলোমিটারজুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। সেই জরিপে পাওয়া তথ্যসূত্র অনুযায়ী অনুসন্ধান কূপটি খনন করা হয়। এরই অংশ হিসেবে কূপটি খনন করে ক্ষেত্রটি পাওয়া গেছে। তবে, গ্যাসক্ষেত্রটি বড় ধরনের না-ও হতে পারে। এই ক্ষেত্রটি থেকে দৈনিক এক থেকে দেড় কোটি ঘনফুট গ্যাস প্রবাহিত করা গেলে তা ঢাকা ও এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(ওএস/এটিআর/জুন ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test