E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষানবীশ আইনজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০১৭ মে ০২ ২১:২০:১৫
শিক্ষানবীশ আইনজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অনার্স ১৩তম ব্যাচের ছাত্রী ও শিক্ষানবীশ আইনজীবী পারভীন আক্তার পাপিয়া’র উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানীর প্রতিবাদে SUBLAA কর্তৃক পূর্ব ঘোষিত “মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ” অদ্য কোর্টহিলস্থ শহীদ মিনার প্রাঙ্গণে SUBLAA’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আরিফুর রহমান এর সঞ্চালনায় এবং অ্যাডভোকেট মো: শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন SUBLAA’র সাবেক সভাপতি অ্যাড.মো: রাশেদুল আলম রাশেদ, প্রেসিডিয়াম মেম্বার অ্যাড. মো: তসলিম উদ্দিন, অ্যাড. মীর মোয়াজ্জেম হোসেন অভি, অ্যাড. আবদুল্লাহ আল বেলাল, অ্যাড.কাজী শোয়াইব-উর-রশিদ সিদ্দিকী, অ্যাড.মো: দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোমেনুর রহমান, সহ সাধারণ সম্পাদক রাইসুল কবির হিমুন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. এ.এইচ.এম জিয়া উদ্দিন, অ্যাড.আনোয়ার হোসেন আজাদ, সাবেক জেলা পিপি অ্যাড. মো: আবুল হাসেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর পিপি অ্যাড. আব্দুস ছাত্তার, অ্যাড. আব্দুস ছাত্তার সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. অশোক কুমার দাশ, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অ্যাড. মো: হুমায়ুন কবির রাসেল, সিনিয়র অ্যাড. এ.এস.এম বদরুল আনোয়ার, সাবেক সভাপতি অ্যাড. মো: কফিল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড.মো: আবু হানিফ, বর্তমান সভাপতি অ্যাড. বাবু রতন কুমার রায় প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে হামলাকারী এস.এম সোলায়মান প্রকাশ রুবেল এর দ্রুত বিচার নিষ্পত্তি ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

(এমআইইউএস/এএস/মে ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test