E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহান মে দিবসে ছুটি পায়নি ঈশ্বরদী স্পিনিং মিলের ৩০০ শ্রমিক

২০১৭ মে ০৩ ২০:৪৮:৩৪
মহান মে দিবসে ছুটি পায়নি ঈশ্বরদী স্পিনিং মিলের ৩০০ শ্রমিক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মহান মে দিবসে সারা বিশ্বের শ্রমিকেরা সাধারণ ছুটি ভোগ করলেও ঈশ্বরদী স্পিনিং মিলের শ্রমিকদের ভাগ্যেমে দিবসের ছুটি জোটেনি। ‘কাজে না এলে চাকরিচ্যুত করা হবে’ কর্তৃপক্ষের  হুমকির কারনে ওই কারখানার ৩ শতাধিক শ্রমিক মহান মে দিবসের দিনে কাজ করতে বাধ্য হয়েছেন। শ্রমিকদের অভিযোগ, মে দিবসের ছুটির কথা জেনেও স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার আব্দুল মতিন মন্ডলের হুমকিতে তারা কাজে আসতে বাধ্য হয়েছেন। জেনারেল ম্যানেজার মে দিবসের আগের দিন রবিবার কারখানায় এসে তাদের মে দিবসেও কাজ করার নির্দেশ দেন।

খবর পেয়ে সোমবার দুপুরে সরেজমিনে ওই স্পিনিং মিলের কারখানায় গিয়ে দেখা যায়, নারী শ্রমিকরা যথারীতি প্রতিদিনের মত মে দিবসেও কাজ করছেন। চাকরি হারানোর ভয়ে কর্মরতরা প্রতিবাদ করতে পারেনি। কারখানা ঘুরে দেখার সময় গেটের বাইরে অবস্থান নেওয়া নারী শ্রমিকরা বলেন, ‘আমরা মে দিবসের ছুটির কথা কর্তৃপক্ষকে জানালে জিএম সাহেব আমাদের সাফ সাফ জানিয়ে দেন মে দিবস-টিবস কিছু বুঝিনা, কাজে এলে চাকরি থাকবে । না এলে বেতন না দিয়েই ছাঁটাই করা হবে। জিএম এর এই হুমকির কারনে বাধ্য হয়ে আমরা কাজে এসেছি।’

তারা আরও জানায়, মে দিবসে ঈশ্বরদী ইপিজেডসহ বিভিন্ন কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিক ছুটি ভোগ করেছেন। সকাল হতে দফায় দফায় বিভিন্ন সেক্টরের শ্রমিকরা র‌্যালি বের করে। পরিবারের সদস্যদের সাথে অন্য প্রতিষ্ঠনে কর্মরতরা আনন্দ ও উৎসব মূখরভাবে দিন কাটালেও মনে কষ্ট নিয়ে আমাদের বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। শ্রমিক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, নাম প্রকাশ হলে চাকরি চলে যেতে পারে। শ্রমিকরা অভিযোগ করেন, নতুন জিএম আব্দুল মতিন মন্ডল এই মিলে যোগদানের পর হতে তিনি প্রতিদিন শ্রমিকদের নির্দিষ্ট ৮ ঘন্টার পরও অতিরিক্ত ৩/৪ ঘন্টা কাজ করতে বাধ্য করেন।

এসব অভিযোগ অস্বীকার করে জিএম আব্দুল মতিন মন্ডল বলেন, এই স্পিনিং মিলে প্রতিদিন ৩ শিফটে তিন শতাধিক শ্রমিক কাজ করেন। সম্প্রতি বিদ্যুৎ বিভ্রাটের কারনে মিলে ৪ দিন কাজ বন্ধ থাকায় শ্রমিকদের নিকট ছুটি পাওনা হয়ে যায়। সেই ছুটি এবং মিলের লোকসান পুষিয়ে নিতে মিলের মালিক আলহাজ্ব নুরুল ইসলাম খানের নির্দেশে মে দিবসে তাদের দিয়ে কাজ করানো হয়েছে। এজন্য শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক ও একবেলা খাবারের ব্যবস্থা করা হয় বলে তিনি জানিয়েছেন। তবে মে দিবস কাজে যোগদানের জন্য শ্রমিকদের হুমকি নয়, অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মোঃ শাকিল মাহমুদ এ প্রসঙ্গে বলেন, মহান মে দিবসে যেখানে সারা বিশ্বের শ্রমিকরা ছুটি ভোগ করেন সেখানে ঈশ্বরদী স্পিনিং মিলে শ্রমিকদের কাজ করতে বাধ্য করার বিষয়টি দুঃখজনক।

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

(এসকেকে/এএস/মে ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test