E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনায় গাঁজাসহ গ্রেপ্তার ৫

২০১৭ মে ০৫ ২২:৪৭:১৮
নেত্রকোনায় গাঁজাসহ গ্রেপ্তার ৫

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার সদর উপজেলায় পৃথক অভিযানে ১৯৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার দরিজাগী গ্রামের খোকন মিয়া, বাইশদার গ্রামের এরশাদ মিয়া, নোয়াখালীর সুধারাম উপজেলার বিনোদপুর গ্রামের ট্রাক চালক আক্কাস, একই উপজেলার লানা-নগর গ্রামের আবদুল কাদের এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার মানিকদী গ্রামের খোরশেদ আলম।

শুক্রবার দুপুরে পুলিশ সাংবাদিকদের এই অভিযানের কথা জানিয়েছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, খোকন মিয়া ও এরশাদ মিয়া বৃহস্পতিবার রাতে কুমিল্লার সোয়াগাজীর মাদক ব্যবসায়ী কালামের কাছ থেকে গাঁজা নিয়ে ট্রাকে করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গাঁজা ব্যবসায়ী দুলালের কাছে নিয়ে যাচ্ছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাকুয়া বাজারে তাদের আটক করা হয়। পরে ট্রাকের পাটাতনের নিচ থেকে বিশেষ কায়দা করে রাখা ১০৫ কেজি গাঁজা, তাদের ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অন্যদিকে, নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে জেলা শহরের সাতপাই নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ৯০ কেজি গাঁজাসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।

খোরশেদের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শশীদল থেকে গাঁজা এনে বিক্রির উদ্দেশে বাসায় মজুদ করে রেখেছিলেন। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

(ওএস/এএস/মে ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test