E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে আ’লীগ প্রার্থী রিটন মেয়র নির্বাচিত

২০১৭ মে ০৮ ২০:১৬:১৪
মেহেরপুরে আ’লীগ প্রার্থী রিটন মেয়র নির্বাচিত

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন (নৌকা) মেয়র নির্বাচিত হয়েছেন। আজ সোমবার মেহেরপুর পৌরসভার স্থগিত ৭ নম্বর ওয়ার্ডের ২টি কেন্দ্রের ভোট গ্রহন শেষে বে-সরকারি ওই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান। তবে কেন্দ্র দখল ও জোর করে নৌকা প্রার্থীর পক্ষে ভোট গ্রহনের অভিযোগ তুলে এদিন দুপুরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ভোট বয়কট করেন।

এদিন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১১ ও ১২ নং কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এ দু’কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৫৬৫ জন। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন (নৌকা) ২ হাজার ৫১০ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) ৫৭৬ ভোট, সতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারিকেল গাছ) ২১ ভোট এবং অপর সতন্ত্র প্রার্থী নিশান সাবের (মোবাইল ফোন) ৩ ভোট পেয়েছেন। দু’দিনের নির্বাচনে সর্বমোট ১১ হাজার ৭১৯ ভোট পেয়ে মাহফুজুর রহমান রিটন (নৌকা) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) ৮ হাজার ৪১৭ ভোট পেয়েছেন। এছাড়া বর্তমান মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারিকেল গাছ) ২ হাজার ৬৮১ ভোট এবং অপর সতন্ত্র প্রার্থী নিশান সাবের (মোবাইল ফোন) মাত্র ৬০ ভোট পেয়েছেন।

গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রে ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখল করে সিল মারার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা রোকুনুজ্জামান। এছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়। আজও কেন্দ্র দখল ও জোর করে নৌকা প্রার্থীর পক্ষে ভোট গ্রহনের অভিযোগ তুলে এদিন দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ভোট বয়কট করেন।

মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৩টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী এক হাজার ৩৬৮ ভোটে এগিয়ে ছিলেন। গেল ২৫ এপ্রিল নির্বাচন শেষে মোট ১৩ টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান (নৌকা প্রতীক) ৯ হাজার ২০৯ ভোট, বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) ৭ হাজার ৮৪১ ভোট, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ (নারকেলগাছ) ২ হাজার ৬৬৬ ভোট ও আরেক স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের (মোবাইল ফোন) ৫৭ ভোট পেয়েছিলেন। পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ৯৬৫।

(এমআইএম/এএস/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test