E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় পিতা-মাতার সম্পত্তি নিয়ে নাটকীয় তালবাহানা!

২০১৭ মে ০৯ ১৪:৪৩:০০
গলাচিপায় পিতা-মাতার সম্পত্তি নিয়ে নাটকীয় তালবাহানা!

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় মাতৃ ও পিতৃ সম্পত্তি নিয়ে চলছে নাটকীয় তালবাহানা। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৬ নম্বর  ওয়ার্ডের বালির হাওলা গ্রামে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমন্বয়ে শালিসী করার কথা থাকলেও সেই শালিসী এখনও হয়নি বলে জানান ভূক্তভোগী মুক্তার আলী আকন। মুক্তার আলী আকন হচ্ছেন উক্ত ইউনিয়নের নিম হাওলা গ্রামের পিতা মৃত কোরবান আলী আকন ও মাতা মৃত আপ্তের নেছার ছেলে।

আর জমি দখলকারীরা হচ্ছে একই ইউনিয়নের বালির হাওলা গ্রামের মৃত ইঙ্গল মোল্লার ছেলে মোতাহার মোল্লা, মৃত গনি মোল্লার ছেলে সুমন মোল্লা। জমির বিবরণ : মৌজা- মানিক চাঁদ, জেএল নং- ১০৫, খতিয়ান নং-৩০২, ৩০৩, ৪৪৯, দাগ নং-৪৪৯২, ৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭, ৪৫১৮, ৪৫১৯, ৪৫২০, ৪৫২৪, ৪৫৫৭, ৪৫৫৮, ৪৫৫৯, ৪৭১৯, ৪৭২০। মোট জমি- ১৭-৯০ শতাংশ।

এ ব্যাপারে মুক্তার আলী আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এলাকার প্রভাবশালীদের কারনে আমার মায়ের সম্পত্তিতে যেতে পারছিনা। এ ব্যাপারে আমি গত ৭ এপ্রিল গলাচিপা থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগটি আমলে নিয়ে গলাচিপা থানা পুলিশ রতনদী তালতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মস্তফা খাঁন, সাবেক সান্নু মেম্বর, কুদ্দুস মেলকার, জালাল তালুকদার, সাবেক খলিল কমিশনার, শাহজাহান হাওলাদার এদেরকে মানিয়ে দেয়া হয়। কিন্তু উক্ত শালিস বর্গ শালিসী না করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। এ বিষয় নিয়ে মোতাহার মোল্লা ও সুমন মোল্লার কাছে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।

ইউপি সদস্য মোতাহার সরদার বলেন, দু’পক্ষই আমাকে ডেকেছে। আমি বিয়ষটি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি এবং ওই ঘটনা স্থলে আল-আমিন চৌকিদারকে পাঠিয়ে দু’পক্ষকেই ঝগড়া বিবাদ না করার জন্য বলে দিয়েছি। চেয়ারম্যান সাহেব খুব তারাতারি শালিসী করবেন বলে তিনি জানান।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মস্তফা খাঁন’র কাছে জানতে চাইলে তিনি বলেন, দু’পক্ষকেই আমি ইউনিয়ন পরিষদে ডেকেছি। ওদেরকে বসিয়ে কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করব।

এ বিষয়ে গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসডি/এসপি/মে ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test