E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে সরকার’

২০১৭ মে ০৯ ১৫:০২:২০
‘দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে সরকার’

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, আত্মমর্যাদা নিয়ে খেয়ে পরে যেন মানুষ বাঁচতে পারে তার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও ভিক্ষুক পুনর্বাসনে এডিপির আওতায় সহায়ক উপকরণ ও সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত টিআর ও কাবিটা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন; তিনি অসহায়, গরিব-দুঃখী মানুষের অভিভাবক। এ কারণেই তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। শুধু তাই নয়, যাদের বাড়ি-ঘর নেই তাদের গৃহনির্মাণ করে দিচ্ছে সরকার।

ভিক্ষাবৃত্তিকে একটি নিকৃষ্ট পেশা উল্লেখ করে তিনি বলেন, ভিক্ষুকদের কেউ সস্মান করে না। তাদের আত্মসম্মান মর্যাদা নেই। দেশকে ভিক্ষুকমুক্ত করতে কাজ করছে সরকার। তাই ভিক্ষাবৃত্তি বন্ধে সরকার পুনর্বাসনের ব্যবস্থা করেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম আকতারুজ্জামান মাসুম,শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খানপ্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন। পরে উপজেলার ৩১১ জন ভিক্ষুকের মাঝে গবাদিপশু, ছাগল, চাল, ডাল, তেল, সেলাই মেশিন, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

(ওএস/এসপি/মে ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test