E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ৫৭ ধারায় আটক দুই সাংবাদিক কারাগারে

২০১৭ মে ০৯ ১৭:৩৪:২৮
কুষ্টিয়ায় ৫৭ ধারায় আটক দুই সাংবাদিক কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) করা মামলার ৫৭ ধারায় দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

দুই সাংবাদিক হলেন কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত দফতর সম্পাদক বাংলাভিশন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বণিক বার্তার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলী ও স্থানীয় কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য আসলাম আলী।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়ায় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেজবাউল হক এ আদেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ মার্চ দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অফিসে কর্মরত অবস্থায় যমুনা টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠের কুষ্টিয়া প্রতিনিধি মওদুদ রানা, বাংলাভিশন-বণিক বার্তা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী এবং কুষ্টিয়া স্থানীয় দৈনিক কুষ্টিয়া দর্পন পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলীকে থানায় নিয়ে এসে প্রায় দুই ঘণ্টার বেশি সময় আটক রাখা হয়।

পরবর্তীতে আটক তিন গণমাধ্যম কর্মীকে ছেড়ে দেয় পুলিশ। ছেড়ে দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা গ্রহণ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী গ্রেফতার এক চায়ের দোকানের কর্মচারী মিরাজুল ইসলাম মিরাজের স্বীকারোক্তি অনুযায়ী ওই দুই সাংবাদিককে এই মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, (Sultan Eslam) নামের একটি ফেসবুক আইডি থেকে এক ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। উক্ত (Sultan Eslam) নামের আইডির বিষয়ে তদন্ত না করেই প্রমাণ ছাড়াই তিনজন গণমাধ্যমকর্মীকে স্পর্শকাতর এই মামলার আসামি করা হয়।

এ মামলায় গত ১১ এপ্রিল হাইকোর্ট থেকে সাংবাদিক হাসান আলী ও আসলাম আলী চার সপ্তাহের অন্তরবর্তীকালীন জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে বিচারক মো. মেজবাউল হক জামিন না মঞ্জুর করে দুই সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তিন গণমাধ্যমকর্মীকে এই মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

(কেকে/এএস/মে ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test