E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে গণ শুনানীমুলক অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা

২০১৭ মে ০৯ ১৮:৫১:৩৬
ধামরাইয়ে গণ শুনানীমুলক অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আজ বিকেল চারটায় উপজেলা সভা কাক্ষে আসন্ন ২১ মে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ধামরাইয়ে গণ শুনানীমুলক অনুষ্ঠান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

এই মতবিনিময় সায় ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের চেয়ারম্যান সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুৎ, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দুদকের পরিচালক নাসির আনোয়ার।অনুষ্ঠানটি সফল করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন দুদক পরিচালক নাসির আনোয়ার।

এ মতবিনিময় অনুষ্ঠানে আগামী ২১ মে ধামরাই উপজেলার ভুমি অফিস, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স, রেজিষ্ট্রি অফিস, উপজেলা হিসাব রক্ষন বিভাগ, প্রকল্প বাস্ত-বায়ন বিভাগ, উপজেলা সমাজ কল্যাণ বিভাগ, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, ধামরাই পল্লী বিদ্যুৎ অফিস সহ দশটি সরকারী অফিসে উপর দুর্নীতি বিষয়ে এখ অনুষ্ঠানে সাধারণ জনগণের উপস্থিতিতে গণ শুনানী মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে যে কেু যে কোনো ব্যক্তি, সরাসরি উপস্থিত থেকে হয়রানি মুলক ও নানান ধরনের দুর্নীতির বিষয় জবাব দিহি মুলক প্রশ্ন করে উত্তর দাবি করতে পারবে।

এই ক্ষেত্রে অভিযোগ কারীর বিরুদ্ধে যদি কেউ হয়রানিমুলক ব্যবস্থা নেয় ,তা হলে দুর্নীতি দমন কমিশন তার আশু ব্যবস্থা নিবে বলেও উপস্থিত সকলকে আসস্ত করা হয়।

খোলা মেলা মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধামরাই থানার ওসি(অপারেশ,)আুল বাশার, ধামরাই সদর ইউপির চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন, সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আওয়ামী লীগ নেতি আব্দুল গণি,ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান,উপজেলা রিসোর্স সেন্টারে প্রধান জহুরা বেগম, সাংবাদিক দীপক চন্দ্র পাল প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন জন গন যত সচেতন হবেন ততই যে কোনো বিভাগের দর্নীতি হ্রাস পাবে। আপনাদের প্রযোজনীয় দাবি আদায়ে আরো সচেতন হয়ে গনশোননীতে যে কোনো দুর্নীতি তুরে ধারার আহ্বান জানান।

দুদক পরিচালক নাসির আনোয়ার বলেন যে কেউ তার কথা সকলের সামনে বলবেন এটা চালু করতে হবে। জবাবদিহিতা থাকতে হবে। তবেই উন্নয়নের ধারা বাস্তবায়িত হবে বলেন। আসন্ন ২১ মে দুদক আয়োজিত গণ শুনানী অনুষ্ঠান সফল করার প্রতি আহ্বান জানান।

(ডিসিপি/এএস/মে ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test