E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে অপহরণ মামলা

২০১৭ মে ০৯ ১৮:৫৬:০৪
মাদারীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে অপহরণ মামলা

মাদারীপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে মাদারীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে অপহরণ মামলা দিয়েছে একটি প্রভাবশালী মহল। সাংবাদিকদ্বয়ের বিরুদ্ধে এই মিথ্যে মামলা দেয়ায় ফুঁসে উঠেছে মাদারীপুরে কর্মরত সাংবাদিক সমাজ। মিথ্যে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছে সাংবাদিকরা।

‘ভদ্রখোলার আলোচিত ৫ খুনের বিচার হয়নি র্দীঘদিনেও’ এই শিরোনামে ৮ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টেলিভিশন নিউট টুয়েন্টিফোরসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকার হওয়ায় একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়।

ওই এলাকার একাধিক হত্যা মামলার আসামীরা সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের মালেক হাওলাদারের স্ত্রী তহমিনা বেগমকে দিয়ে মঙ্গলবার একটি অপহরণ মামলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করে। পরে ম্যাজিস্ট্রেট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছেন।

মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর এর মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল রিজভী ও দৈনিক খবর এর জেলা প্রতিনিধি আক্তার হোসেন বাবুলকে আসামী করা হয়।

এছাড়া এই সংবাদে যারা বক্তব্য দিয়েছেন, তাদেরও মামলায় আসামী করা হয়েছে। এতে চরম ক্ষুদ্ধ হয়ে উঠেছে মাদারীপুরে কর্মরত সাংবাদিক সমাজ। তারা অচিরেই এই মিথ্যে মামলা থেকে দুই সাংবাদিকসহ অন্য আসামীদের অব্যাহতির দাবি জানান।

চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাগর হোসেন তামিম জানান, চাঞ্চল্যকর ভদ্রখোলার সংবাদটি প্রকাশ হওয়ায় ওই এলাকার প্রভাবশালী একটি মহল দুই সাংবাদিকদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাসকর। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করলে এই মিথ্যে মামলার কোন যুক্তিগতই নেই। আমি দাবি করি, সদর থানা পুলিশ বিষয়টি তদন্তপূর্বক অব্যাহতি দেক।’ এছাড়া মাদারীপুর প্রেসক্লাবের অন্য সদস্যরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক জনকন্ঠের সাংবাদিক সুবল বিশ্বাস বলেন, সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের নামে মামলা হওয়া অত্যান্ত দুঃখজনক। এটা সঠিক সংবাদ প্রকাশের বিঘœ সৃষ্টি করবে। এমন হলে আগামীতে সাংবাদিকরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না।

মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য এবং কালের কণ্ঠের সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী বলেন, আমরা দ্রুত মামলা থেকে সাংবাদিকদের অব্যহতি দাবী করছি। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, ‘এরকম হয়রানিমুলক মামলা অনেক সময়ই হয়। মামলা তদন্ত করে মিথ্যা প্রমাণিত হলে সাংবাদিকদের অব্যাহতি দেয়া হবে।’

(এএসএ/এএস/মে ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test