E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙ্গাবালীর বনাঞ্চল থেকে শতাধিক গাছ কেটে নিয়েছে প্রভাবশালী মহল!

২০১৭ মে ১১ ১৫:০৩:৩৬
রাঙ্গাবালীর বনাঞ্চল থেকে শতাধিক গাছ কেটে নিয়েছে প্রভাবশালী মহল!

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী চর আশাবাড়ীয়া বনাঞ্চল থেকে প্রায় শতাদিক গাছ কাটা হয়েছে।

গত সোমবার রাত ৯ টার দিকে প্রভাবশালী মহল বাগান থেকে এই গাছ কাটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মৌডুবী ফরেষ্টক্যাম্পের আওতায় চর আশাবাড়ীয়া বনাঞ্চল থেকে শতাধিক ছৈলা ও কেওরা গাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। যার অনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। উপজেলার দারছিরা নদীর পাশে এই বনটির সবুজে ঘেরা চিত্র মুগ্ধ করে। একটু ভেতরের দিকে যাওয়ার পরই দেখা গেল তাজা কিছু কাটা গাছের চিহ্ন, তারপর আস্তে আস্তে যতই বাগানের ভিতরের দিকে গেলাম গাছ কাটার চিহ্ন ততবেশি দেখাগেল।

তবে গাছ গুলো এক জায়গা থেকে না কাটা হলেও কাটা হয়েছে ১০-১৫ হাত পর পর। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গড়ে তোলা হয়েছে সংরক্ষিত বনাঞ্চলটি। কিন্তু বন বিভাগকে ম্যানেজ করেই বন থেকে গাছ কাটছে প্রভাবশালী মহল। এমনটাই অভিযোগ এনেছে স্থানীয়রা।

সচেতন মহলের নাগরিকরা বলছেন, বন বিভাগ টাকার বিনিময়ে চোরাকারবারীদের হাতে তুলে দিয়েছে সংরক্ষিত বনাঞ্চল।

এ বিষয় জানতে চাইলে মৌডুবী বিট অফিসার বাবু প্রনাব কুমার মিত্র বলেন, গাছ কাটার কথা শুনে আমি ঐ বনে গিয়েছিলাম তবে এই রকম কোন চিহ্ন আমার চোখে পরেনাই বলে তিনি জানান।

তিনি আরো জানান ২-৪টি গাছ কেটে মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য একটি স্বার্থনেসী মহল এই কাজ করেছে।

এ ব্যাপারে উপজেলা রেঞ্জ অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্য বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

(এসডি/এসপি/মে ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test