E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে খেলার মাঠ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ: আহত ৩

২০১৭ মে ১৪ ১৪:৪৪:৫৬
টাঙ্গাইলে খেলার মাঠ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ: আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দখল নিয়ে তারটিয়া ও জালফৈ গ্রামের মধ্যে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, তারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে শনিবার(১৩ মে) বিকালে তারুটিয়া গ্রামের যুবকরা ক্রিকেট খেলতে ছিল। এ সময় পাশের জালফৈ গ্রামের যুবকরা ওই মাঠে ক্রিকেট খেলতে আসে। এ নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় জালফৈ গ্রামের যুবকরা চলে যায়। পরে তারা আবার লাঠিসোটা নিয়ে তারটিয়া গ্রামের যুবকদের ধাওয়া করে। এ নিয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা তরটিয়ার মৃত আ. হকের ছেলে বাপ্পীকে(১৭) পিটিয়ে আহত করে চলে যায়।

পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জালফৈ গ্রামের একদল যুবক দা, লাঠি, হকিস্টিক নিয়ে তারটিয়া বাসস্ট্যান্ডে এসে সেখানে অবস্থানরত কয়েক যুবকের উপর অতর্কিত আক্রমন করে। এ সময় খন্দকার মকছুদ রেশা(৬০) উত্তেজিত যুবকদের থামাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তরটিয়ার লোকজন এগিয়ে এলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত তারটিয়ার বীরমুক্তিযোদ্ধা মরহুম খন্দকার মাসুদ পাশা ও অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের সভাপতি খন্দকার মোস্তাক মেরাজের ভাই খন্দকার মকছুদ রেশা ও মৃত আ. মজিদের ছেলে রাসেল(৩৪) ও মৃত আ. হকের ছেলে বাপ্পীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় রেশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় তারটিয়ার খন্দকার সজিব রহমান বাদী হয়ে জালফৈ গ্রামের আরফান আলী খান সহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২জনকে অভিযুক্ত করে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালফৈ গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে কাইয়ুম খানকে(৩২) আটক করেছে।

মামলার ২নং অভিযুক্ত ও টাঙ্গাইল সদর উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকবর হোসেন জানান, তিনি মাছ কিনতে তারটিয়া বাজারে যান। এ সময় হঠাৎ তারটিয়া ও জালফৈ বিসিকপাড়ার দুই গ্রুপ দা, লাঠি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। তিনিসহ অন্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনায় জালফৈ বিসিক পাড়া ও খানপাড়ার একাংশ জড়িত।

টাঙ্গাইল মডেল থানার এসআই জাকির হোসেন জানান, ওই ঘটনায় কাইয়ুম খান নামে একজনকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

(আরকেপি/এসপি/মে ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test