E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধনবাড়ী-কেন্দুয়া সড়কের সংস্কার সম্পন্ন

২০১৭ মে ১৪ ১৪:৫২:২৮
ধনবাড়ী-কেন্দুয়া সড়কের সংস্কার সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী-কেন্দুয়া সড়কের ধনবাড়ী অংশে ৬৩৩ মিটার এলাকাজুড়ে ভেঙে সৃষ্টি হওয়া খানাখন্দ সংস্কার করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ওই সড়ক সংস্কার কাজ সম্পন্ন করে।

এলজিইডি সূত্রে জানাগেছে, পল্লী উন্নয়ন ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলম বিল্ডার্স ধনবাড়ী-কেন্দুয়া সড়কে ৬৩৩ মিটার সংস্কার সমাপ্তির নির্ধারিত তারিখের একদিন আগেই কাজ শেষ করে এলজিইডি’র কাছে হস্তান্তর করে। কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ২১ লাখ ৩৯ লাখ ৪৩৩টাকা। চুক্তিমূল্য ছিল ১৮ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

সরেজমিনে স্থানীয় রিয়ামনি মিষ্টান্ন ভান্ডারের মালিক স্বপন মিয়া, রাফী খাবার ঘরের মালিক বাদল মিয়া সহ অনেকেই জানান, সড়রকটির শুরুতেই বড় বড় গর্ত হয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছিল। এরফলে যানবাহন তো দূরের কথা মানুষের চলাচলই দুস্কর হয়ে পড়েছিল। প্রতিদিনই ছোটখাট দুর্ঘটনা লেগেই থাকতো। সংস্কার করার পর এখন সব সমস্যার সমাধান হয়েছে।

ধনবাড়ী এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী ও ওই সড়কের তত্ত¡াবধায়ক মো. মোস্তাফিজুর রহমান জানান, খানাখন্দে ভরপুর সড়কটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মেসার্স আলম বিল্ডার্স কাজটি পায়। তারা ওয়ার্কঅর্ডার পাওয়ার পরপরই কাজে হাত দেয়। সার্বক্ষণিক তদারকির মাধ্যমে কাজের গুণগত মান অক্ষুন্ন রেখে কাজটি সম্পন্ন করা হয়।

(ওএস/এসপি/মে ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test