E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জ পুস্তুক-প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন

২০১৭ মে ১৪ ১৮:৫৭:২১
সিরাজগঞ্জ পুস্তুক-প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পুস্তুক-প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ইকবাল-ওয়াহাব-মারুফ এর নেতৃত্বাধীন সম্মিলিত ঐক্য পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার দিনব্যাপী শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে ইকবাল হোসেন (ব্রিলিয়ান্ট লাইব্রেরী) ৮১ ভোট পেয়ে সভাপতি, আব্দুল ওয়াহাব (বই নিকেতন) ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও মারুফ ইসলাম ৮৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষসহ একটি পদ বাদে পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছেন।

এ প্যানেলের নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী, সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী, সুলতান মাহমুদ,ফজলুল হক ও আতাউল গনি ওসমানী (টিপু)সহ ৪জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিক মোহাম্মদ রুমন, আসলাম বাবু, রেজাউল করিম ও আব্দুল মোমেনসহ ৪জন, সদস্য পদে আব্দুর রহমান, নুরুজ্জামান হোসেন, আঃ হামিদ রানা, আল-আমিন সেখ, আবু সাইদ, জিয়াউল হক জিয়া, জাহিদুল ইসলাম, আব্দুল লতিফ, আনোয়ারুল ইসলাম, ছাইফুদ্দিন আনসারী,ইকবাল হোসেন, জহুরুল ইসলাম, নাজমুল হুদা, গৌরাঙ্গ দেবনাথ, মাহমুদুল হক ও আব্দুল খালেকসহ ১৬জন।

অপর প্যানেলের অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শাহ মোহাম্মদ ফয়সাল হায়দার রুবেল নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ১৫৪ জন ভোটারের মধ্যে ১৫২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নূর-ই আলম সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক সদরুল আলম শিহাব প্রমুখ।

(এমএস/এএস/মে১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test