E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় ধুমপানে উৎসাহিত করতে কনসার্ট

২০১৭ মে ২১ ১৭:৩৭:২৮
নগরকান্দায় ধুমপানে উৎসাহিত করতে কনসার্ট

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা ধুমপানে উৎসাহিত করতে কনসার্টের আয়োজন করে আকিজ করপোরেশন লিমিটেড ও ঢাকা টোব্যাকো ইন্ডাঃ। ধুমপানে কোন রকম প্রচার, উদ্বুদ্ধকরণ সম্পুর্ন ভাবে নিষিদ্ধ থাকলেও রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ধুমপায়ীদের নিয়ে এ কনসার্টের আয়োজন করেন আকিজ করপোরেশন লিমিটেড ও ঢাকা টোব্যাকো ইন্ডাঃ। আকিজ টোব্যাকোর নতুন ব্রান্ড শেখ সিগারেট বাজারজাত কল্পে ধুমপায়ীদের সিগারেট ধরিয়ে দিয়ে অধিক ধুমপানে উৎসাহিত করেছে। এতে উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন সরকারী মিলনায়তন ভাড়া করে এ ধরনের অনুষ্ঠান হয় কিভাবে। এ কনসার্টের সংগীত পরিবেশন করেন, ফরিদপুরের রেইন কপস্রে শিল্পীরা।

ঢাকা টোব্যাকোর টি এম সোহেল তানভীর বলেন, আমরা প্রতিটি উপজেলায় এ ধরনের প্রোগ্রাম করে এসেছি তাই এ উপজেলায়ও করছি। তা ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েছি।

স্থানীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত হলে তাদেরকে ছবি তুলতে বাধা দেওয়া হয় এবং তড়িঘড়ি করে অনুষ্ঠান সমাপ্ত করে। পরে বিকাল ২ টায় আবারোও শুরু করে এ কনসার্ট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে না থাকায় সিএ টু কামাল হোসেন বলেন উপজেলা নির্বাহী অফিসার স্যারের মৌখিক অনুমতিতে আমি এ মিলনায়তন ভাড়া দিয়েছি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান বলেন, এ ধরনের কাজ ঠিক না। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করে বন্ধের ব্যবস্থা করছি।

(এনএস/এএস/মে ২১, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test