E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শেরপুরে দিনভর বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ

২০১৪ জুন ২২ ১৭:৪১:৪২
শেরপুরে দিনভর বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে ২২ জুন রবিবার দিনভর বৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে সাধার মানুষ দুর্ভোগে পড়েছে। টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চাতালগুলোতে দুই দিন যাবত উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, জেলায় শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় গড়ে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ের বৃষ্টিপাত আউশ আবাদ এবং আমন বীজতলার জন্য খুবই কার্যকরী বলে তিনি উল্লেখ করেন। তবে সব্জী আবাদের জন্য কিছুটা ঝুঁকি রয়েছে বলেও জানান।
এদিকে, বৃষ্টি হওয়ায় উজান থেকে পানি নেমে আসায় পুরাতন ব্রহ্মপুত্রসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানিও বাড়ছে। পুরাতন ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির পলে নকলা উপজেলার চর অস্টাধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। দক্ষিণ নারায়নখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আহলে হাদীস জামে মসজিদ নদী ভাঙনের মুখে রয়েছে। ইতোমধ্যে নদী ভাঙনের মুখে কয়েকটি পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
(এএইচবি/এএস/জুন ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test