E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘুর্ণিঝড় মোরা’র আঘাতে বান্দরবানে বাড়ীঘর বিধ্বস্ত, গাছপালার ব্যাপক ক্ষতি

২০১৭ মে ৩০ ১৪:৫০:০১
ঘুর্ণিঝড় মোরা’র আঘাতে বান্দরবানে বাড়ীঘর বিধ্বস্ত, গাছপালার ব্যাপক ক্ষতি

আল ফয়সাল বিকাশ, বান্দরবান : কক্সবাজারের সীমান্তবর্তী জেলা হিসেবে পার্বত্য বান্দরবানেও ঘুর্ণিঝড় মোরা’র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম উপজেলাসহ ৭ উপজেলায় ২ সহশ্রাধিক বাড়ীঘর বিধ্বস্ত হওয়াসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের তারের উপর গাছ ভেঙ্গে পড়ায় জেলার ৭ উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, ভোর ৫টা থেকে প্রবল ঝড়োহাওয়া শুরু হয়। থেমে থেমে চলা দমকা হওয়ায় নাইক্ষ্যংছড়িতে প্রায় ৫ শতাধিক কাঁচা বাড়ীঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে এবং অধিকাংশ ঘর বিধ্বস্ত হয়েছে। সেই সাথে ফসলী জমি ও গাছপালার ক্ষতি হয়েছে। এখনো ঝড়োহাওয়া অব্যহত রয়েছে।

লামা উপজেলা সংবাদকর্মী ফরিদ উদ্দিন জানান, ঘুর্নিঝড় তান্ডবে লামার ৭ ইউনিয়নে প্রায় ৬ থেকে ৭শত বাড়ীঘর বিধ্বস্ত হয়েছে। সেই সাথে গাছপালা এবং ফলজ বাগানের ব্যপক ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে রূপসী পাড়ায় ১ ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক জানান, বান্দরবান জেলা কক্সবাজার এবং চট্টগ্রামের উপকুলীয় এলাকার পাশ্ববর্তী হওয়ায় কিছু প্রভাব পড়েছে, ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে কিন্তু প্রাণহানীর কোন খবর পাওয়া যায়নি। সার্বক্ষনিক খবরা খবর রাখা নেয়া হচ্ছে দুর্গতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

(এএফবি/এএস/মে ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test